অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবিরকর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজশাহী মহানগরীর চারটি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ৯ জন, মতিহার থানা ৯ জন, শাহমখদুম থানা ৩ জন, ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করে।
এদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, এক জন রাজনৈতিক আটক, আট জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























