অাকাশ বিনোদন ডেস্ক:
সপ্তাহের শেষ কর্মদিবস শুক্রবারে সিনেমা মুক্তির রেওয়াজ হলিউডে। বলিউড কিংবা আমাদের ঢালিউডেও মূলত শুক্রবারেই ছবি মুক্তি পায়। এ সপ্তাহে ঢালিউডে কোনো ছবি মুক্তি পাচ্ছে না। বলিউডে মুক্তি পাচ্ছে বেশ কটি আলোচিত ছবি। তবে হলিউডে মুক্তি পাচ্ছে না সে রকম আলোচিত কিংবা বড় বাজেটের কোনো ছবি। টার্মিনেটর সিরিজের দ্বিতীয় ছবির থ্রিডিতে নতুন করে মুক্তি পাচ্ছে। গত বছরের অ্যানিমেশন ছবি ‘লিপ’ মুক্তি দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য। প্রতি শুক্রবার সকালে আমরা জানিয়ে দেব হলিউড, বলিউড ও ঢালিউডে উল্লেখযোগ্য কোন কোন ছবি আসছে।
আকাশ নিউজ ডেস্ক 























