আকাশ স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট ইতিহাসে দ্রুততম ডেলিভারি করার রেকর্ড পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের। ২০০৩ বিশ্বকাপে কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার (প্রতি ঘণ্টায় ১০০.২৩ মাইল) গতিতে বল করে এ কীর্তি গড়েন তিনি। রেকর্ডটি এখনও দখলে রয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের।
তবে বর্তমান ক্রিকেটারদের মধ্যে দুই পেসার শোয়েবের সেই রেকর্ড ভেঙে দিতে পারেন বলে মনে করেন ভারতের পেসার এস শ্রীশান্থ। আইপিএলে ফিক্সিং কেলেঙ্কারির দায়ে দীর্ঘ অর্ধযুগ জাতীয় দলে ব্রাত্য তিনি।
বিতর্কিত এ ভারতীয় পেসার বলেন, শোয়েবের সেই রেকর্ড ভেঙে দিতে পারে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। টিম ইন্ডিয়ার উমেশ যাদবও সেই কৃতিত্ব দেখাতে পারে। পাক তারকার রেকর্ড ভেঙে দেয়ার মতো গতি আছে তার।
শোয়েবের রেকর্ডের কাছাকাছি গিয়েছেন অনেকে। তবে তাকে টপকাতে পারেননি কেউ। অজি গতিতারকা স্টার্ক, ব্রেট লি, শন টেইট, ডেল স্টেইনরা ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতি তুলেই থেমে গেছেন।
শ্রীশান্থ বলেন, আমি শোয়েবের পাঁড় ভক্ত। আমার সঙ্গে দেখা হলেই উনি আমাকে বলেছেন, গতির সঙ্গে কখনও আপোস করো না। নিজের সর্বোচ্চ গতিতে বল কর।
আকাশ নিউজ ডেস্ক 























