আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
লকডাউন মধ্যেই ভারতে পাঞ্জাবে ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। পাঞ্জাবের জলন্ধরের কাছে শুক্রবার (৯ মে) ভারতীয় বিমানবাহিনীর মিগ ২৯ ইন্টারসেপ্টর নামের ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। ওই যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই বিমান চালক নিরাপদে বেরিয়ে আসতে পারেন। তাঁকে দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার উদ্ধার করেছে।
ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এদিন সকালে যান্ত্রিক গোলযোগের কারণে মিগ-২৯ বিমানটি ভেঙে পড়ে। তবে বিমান চালকের কোনও ক্ষতি হয়নি। তাঁকে ইতিমধ্যেই বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার উদ্ধার করে নিয়ে গিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























