আকাশ জাতীয় ডেস্ক:
করোনার নতুন ক্লাস্টার হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা। এই এলাকায় একদিনেই শনাক্ত হয়েছেন ১১ জন করোনা রোগী। জানা গেছে, এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় সন্দেহজনক রোগীর স্যাম্পল পরীক্ষা করা হয়েছে ১৬০০। এরমধ্য ১২০০টির ফলাফল হাতে পাওয়া গেছে। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৭ জন, এর মধ্যে নবীনগরেই ১১ জন। এই এগারজনের মধ্যে ১০ একই পরিবারের।
সোমবার (৪ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মো. একরাম উল্লাহ। তিনি জানান, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এখন ১৯ জন জেলা বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্ন স্থানে আইসোলেশনে আছেন। সাম্প্রতিক সময়ে জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় মারা গেছেন দুজন।
আকাশ নিউজ ডেস্ক 






















