ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

শিশুর করোনা ‘পজিটিভ’, বাবা-মায়ের ‘নেগেটিভ’

আকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাট সদর উপজেলায় সাত বছরের এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুটি তার মা-বাবা সঙ্গে থাকলেও তাঁদের কারও এই ভাইরাস শনাক্ত হয়নি। বৃহস্পতিবার রাতে শিশুটির করোনা শনাক্ত হয়। জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটিকে আক্কেলপুর উপজেলার গোপনীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে স্থাপিত আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। বয়স কম হওয়ায় তার বাবাও তার সঙ্গে থাকছেন।

জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায় শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শিশুটির মা- বাবা ঢাকার একটা তৈরি পোশাক কারখানার কর্মী। পরিবারটি ঢাকাতে থাকত। দিন পনেরো আগে তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। ফলে পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। শিশুটি ও তার মা-বাবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহষ্পতিবার রাতে আসা প্রতিবেদনে শুধু শিশুটির করোনা ‌’পজিটিভ’ এসেছে।

স্বাস্থ্য বিভাগ বলছে, শিশুটির মা-বাবার নমুনা পরীক্ষার প্রতিবেদন ‘নেগেটিভ’ এসেছে। তাই আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়েছে। শিশুটির বয়স কম। এটি বিবেচনায় তার সঙ্গে বাবাকেও গোপনীনাথপুরের ওই আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। পরিবারটির বাড়িসহ আশপাশের চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। লকডাউনে থাকা বাড়িগুলোতে পর্যাপ্ত খাবার ব্যবস্থাও করা হয়েছে।

জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত জেলা থেকে ১ হাজার ৭০২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার ৬৩টি নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। সবগুলোরই ‌’নেগেটিভ’ ফল এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

শিশুর করোনা ‘পজিটিভ’, বাবা-মায়ের ‘নেগেটিভ’

আপডেট সময় ১০:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাট সদর উপজেলায় সাত বছরের এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুটি তার মা-বাবা সঙ্গে থাকলেও তাঁদের কারও এই ভাইরাস শনাক্ত হয়নি। বৃহস্পতিবার রাতে শিশুটির করোনা শনাক্ত হয়। জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটিকে আক্কেলপুর উপজেলার গোপনীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে স্থাপিত আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। বয়স কম হওয়ায় তার বাবাও তার সঙ্গে থাকছেন।

জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায় শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শিশুটির মা- বাবা ঢাকার একটা তৈরি পোশাক কারখানার কর্মী। পরিবারটি ঢাকাতে থাকত। দিন পনেরো আগে তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। ফলে পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। শিশুটি ও তার মা-বাবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহষ্পতিবার রাতে আসা প্রতিবেদনে শুধু শিশুটির করোনা ‌’পজিটিভ’ এসেছে।

স্বাস্থ্য বিভাগ বলছে, শিশুটির মা-বাবার নমুনা পরীক্ষার প্রতিবেদন ‘নেগেটিভ’ এসেছে। তাই আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়েছে। শিশুটির বয়স কম। এটি বিবেচনায় তার সঙ্গে বাবাকেও গোপনীনাথপুরের ওই আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। পরিবারটির বাড়িসহ আশপাশের চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। লকডাউনে থাকা বাড়িগুলোতে পর্যাপ্ত খাবার ব্যবস্থাও করা হয়েছে।

জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত জেলা থেকে ১ হাজার ৭০২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার ৬৩টি নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। সবগুলোরই ‌’নেগেটিভ’ ফল এসেছে।