ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ

নিলামে ৫০ লাখ টাকায় বিক্রি ম্যারাডোনার জার্সি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দিয়েগো ম্যারাডোনার জার্সি নিলাম করে উঠল ৫৫ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লক্ষ টাকা)‌। এটি ব্যবহৃত হবে ইতালির নাপোলিতে করোনার জেরে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। আর্জেন্টিনার কিংবদন্তির এই জার্সি নিলাম করেছেন ইতালির সাবেক ফুটবলার সিরো ফেরেরা। ৩৩ বছর ধরে জার্সিটি তাঁর কাছেই ছিল।

ম্যারাডোনার আর্জেন্টিনার বিরুদ্ধেই ইতালির হয়ে অভিষেক হয়েছিল সিরোর। ১৯৮৭ সালের জুন মাসে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। তখন থেকেই দু’‌জনের বন্ধুত্ব। ওই ম্যাচের পরই সিরোর হৃদয় জিতে নিয়েছিলেন ম্যারাডোনা। কারণ নিজের জার্সি খুলে দিয়েছিলেন ইতালীয়কে। দু’‌জনের বন্ধুত্ব আরও দৃঢ় হয় নাপোলিতে একসঙ্গে খেলার সময়। ১৯৮৭ এবং ১৯৯০, এই দু’‌বছর সিরি ‘‌এ’‌ খেতাব জিতেছিল নাপোলি। যে সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ম্যারাডোনা এবং ডিফেন্ডার সিরো।

করোনাভাইরাসের সংক্রমণে এই মুহূর্তে ইতালি দিশেহারা। প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার ওপর গোটা দেশ জুড়ে এখন লকডাউন। বিপদে রয়েছেন মানুষ। পাশে দাঁড়াতেই দীর্ঘদিন ধরে সযত্নে রাখা ম্যারাডোনার জার্সি নিলাম করার সিদ্ধান্ত নেন সিরো। প্রাক্তন সতীর্থের এই উদ্যোগে দারুণ খুশি ম্যারাডোনা।

ফেসবুকে লিখেছেন, ‘‌আমরা আরও একটা ম্যাচ জিতলাম সিরো ফেরেরা। এই জয়টাই সবথেকে গুরুত্বপূর্ণ। এই ম্যাচটাও আমরা জিতলাম কাঁধে কাঁধ মিলিয়ে, যেমন এর আগেও জিতেছি। এই অসহনীয় পরিস্থিতিতে মানুষের পাশে এভাবেও থাকতে পারলাম ভেবে সম্মানিত বোধ করছি।’‌

সিরো জানিয়েছেন, ম্যারাডোনা ছাড়াও আরও কয়েকজন প্লেয়ারের বিভিন্ন স্মারক নিলামে উঠেছিল। সবমিলিয়ে সংগৃহীত অর্থের পরিমাণ ৮৫ হাজার ইউরো‌। এদিকে ঘরবন্দি ম্যারাডোনা বেশ হাঁপিয়ে উঠেছেন। অপেক্ষায় মাঠে ফেরার। ম্যারাডোনার কথায়, ‘‌মাঠে বেশিদিন যেতে না পারলে মন ছটফট করে। কিন্তু উপায়ও নেই। সারা বিশ্বের পরিস্থিতিই খারাপ।’‌

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর চাঁদের উদ্দেশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু

নিলামে ৫০ লাখ টাকায় বিক্রি ম্যারাডোনার জার্সি

আপডেট সময় ০৭:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দিয়েগো ম্যারাডোনার জার্সি নিলাম করে উঠল ৫৫ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লক্ষ টাকা)‌। এটি ব্যবহৃত হবে ইতালির নাপোলিতে করোনার জেরে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। আর্জেন্টিনার কিংবদন্তির এই জার্সি নিলাম করেছেন ইতালির সাবেক ফুটবলার সিরো ফেরেরা। ৩৩ বছর ধরে জার্সিটি তাঁর কাছেই ছিল।

ম্যারাডোনার আর্জেন্টিনার বিরুদ্ধেই ইতালির হয়ে অভিষেক হয়েছিল সিরোর। ১৯৮৭ সালের জুন মাসে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। তখন থেকেই দু’‌জনের বন্ধুত্ব। ওই ম্যাচের পরই সিরোর হৃদয় জিতে নিয়েছিলেন ম্যারাডোনা। কারণ নিজের জার্সি খুলে দিয়েছিলেন ইতালীয়কে। দু’‌জনের বন্ধুত্ব আরও দৃঢ় হয় নাপোলিতে একসঙ্গে খেলার সময়। ১৯৮৭ এবং ১৯৯০, এই দু’‌বছর সিরি ‘‌এ’‌ খেতাব জিতেছিল নাপোলি। যে সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ম্যারাডোনা এবং ডিফেন্ডার সিরো।

করোনাভাইরাসের সংক্রমণে এই মুহূর্তে ইতালি দিশেহারা। প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার ওপর গোটা দেশ জুড়ে এখন লকডাউন। বিপদে রয়েছেন মানুষ। পাশে দাঁড়াতেই দীর্ঘদিন ধরে সযত্নে রাখা ম্যারাডোনার জার্সি নিলাম করার সিদ্ধান্ত নেন সিরো। প্রাক্তন সতীর্থের এই উদ্যোগে দারুণ খুশি ম্যারাডোনা।

ফেসবুকে লিখেছেন, ‘‌আমরা আরও একটা ম্যাচ জিতলাম সিরো ফেরেরা। এই জয়টাই সবথেকে গুরুত্বপূর্ণ। এই ম্যাচটাও আমরা জিতলাম কাঁধে কাঁধ মিলিয়ে, যেমন এর আগেও জিতেছি। এই অসহনীয় পরিস্থিতিতে মানুষের পাশে এভাবেও থাকতে পারলাম ভেবে সম্মানিত বোধ করছি।’‌

সিরো জানিয়েছেন, ম্যারাডোনা ছাড়াও আরও কয়েকজন প্লেয়ারের বিভিন্ন স্মারক নিলামে উঠেছিল। সবমিলিয়ে সংগৃহীত অর্থের পরিমাণ ৮৫ হাজার ইউরো‌। এদিকে ঘরবন্দি ম্যারাডোনা বেশ হাঁপিয়ে উঠেছেন। অপেক্ষায় মাঠে ফেরার। ম্যারাডোনার কথায়, ‘‌মাঠে বেশিদিন যেতে না পারলে মন ছটফট করে। কিন্তু উপায়ও নেই। সারা বিশ্বের পরিস্থিতিই খারাপ।’‌