ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

করোনার ভ্যাকসিন তৈরিতে রক্ত দিলেন টম হ্যাঙ্কস

আকাশ বিনোদন ডেস্ক:

অস্কারজয়ী হলিউড মেগাস্টার টম হ্যাঙ্কস এবং তার স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন গত মার্চে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে দুই সপ্তাহ চিকিৎসা নেওয়ার পরই তারা সুস্থ হয়ে উঠেন। ফিরেছেন স্বাভাবিক জীবনে।

কোভিড-১৯-এ এখন পর্যন্ত দুই লক্ষাধিক মানুষ মারা গেলেও এর প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। বিশ্বে বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

সম্প্রতি নতুন এই ভাইরাসের গবেষণা কাজে ব্যবহার ও ভ্যাকসিন তৈরির জন্য সস্ত্রীক রক্ত দিয়েছেন টম হ্যাঙ্কস।

সম্প্রতি বর্ষীয়ান এই অভিনেতা সংবাদমাধ্যমকে বলেন, আমাদের রক্তে অ্যান্টিবডি রয়েছে বলে জানতে পেরেছি। এমনটা নয় যে আমাদের কাছে রক্ত দেওয়ার আবেদন এসেছে শুধু। আমরা নিজেরাই বলেছি যে আমরা কি রক্ত দিতে পারি? আমাদের প্লাজমা দান করতে পারি?

টম হ্যাঙ্কস আরো জানান, যদি তার রক্ত থেকে সফলভাবে ভ্যাকসিন তৈরি হয়, তবে তিনি সেটির নাম রাখবেন ‘হ্যাঙ্ক-সিন’।

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে একটি সিনেমার শুট করতে গিয়ে একাধিক অস্কারজয়ী এই তারকা ও তার স্ত্রীর করোনা সংক্রমণ ধরা পড়ে। তারা সেখানেই হাসপাতালে ভর্তি ছিলেন।

কিংবদন্তি পপতারকা এলভিস প্রিসলির বায়োপিক নির্মাণের কাজে অস্ট্রেলিয়ায় ছিলেন টম হ্যাঙ্কস। সিনেমাটি পরিচালনা করছেন বাজ লুহরম্যান। প্রিসলির ম্যানেজার টম পার্কার চরিত্রে অভিনয় করছেন হ্যাঙ্কস। ২০২১ সালের অক্টোবরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

করোনার ভ্যাকসিন তৈরিতে রক্ত দিলেন টম হ্যাঙ্কস

আপডেট সময় ১০:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০

আকাশ বিনোদন ডেস্ক:

অস্কারজয়ী হলিউড মেগাস্টার টম হ্যাঙ্কস এবং তার স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন গত মার্চে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে দুই সপ্তাহ চিকিৎসা নেওয়ার পরই তারা সুস্থ হয়ে উঠেন। ফিরেছেন স্বাভাবিক জীবনে।

কোভিড-১৯-এ এখন পর্যন্ত দুই লক্ষাধিক মানুষ মারা গেলেও এর প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। বিশ্বে বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

সম্প্রতি নতুন এই ভাইরাসের গবেষণা কাজে ব্যবহার ও ভ্যাকসিন তৈরির জন্য সস্ত্রীক রক্ত দিয়েছেন টম হ্যাঙ্কস।

সম্প্রতি বর্ষীয়ান এই অভিনেতা সংবাদমাধ্যমকে বলেন, আমাদের রক্তে অ্যান্টিবডি রয়েছে বলে জানতে পেরেছি। এমনটা নয় যে আমাদের কাছে রক্ত দেওয়ার আবেদন এসেছে শুধু। আমরা নিজেরাই বলেছি যে আমরা কি রক্ত দিতে পারি? আমাদের প্লাজমা দান করতে পারি?

টম হ্যাঙ্কস আরো জানান, যদি তার রক্ত থেকে সফলভাবে ভ্যাকসিন তৈরি হয়, তবে তিনি সেটির নাম রাখবেন ‘হ্যাঙ্ক-সিন’।

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে একটি সিনেমার শুট করতে গিয়ে একাধিক অস্কারজয়ী এই তারকা ও তার স্ত্রীর করোনা সংক্রমণ ধরা পড়ে। তারা সেখানেই হাসপাতালে ভর্তি ছিলেন।

কিংবদন্তি পপতারকা এলভিস প্রিসলির বায়োপিক নির্মাণের কাজে অস্ট্রেলিয়ায় ছিলেন টম হ্যাঙ্কস। সিনেমাটি পরিচালনা করছেন বাজ লুহরম্যান। প্রিসলির ম্যানেজার টম পার্কার চরিত্রে অভিনয় করছেন হ্যাঙ্কস। ২০২১ সালের অক্টোবরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।