অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার তালিকা বাড়িয়েছে। তারা এ নিষেধাজ্ঞার তালিকায় মস্কো ভিত্তিক জিফাস্ট-এম কোম্পানি এবং চার ব্যক্তিকে যুক্ত করেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দফতরে (ওএফএসি) বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জিফাস্টের মহাপরিচালক রুবেন কিরাকোসিয়ান এবং আন্দ্রি সার্বিন, মিখাইল পিসক্লিন ও ইরিনা হুইশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চীন, সিঙ্গাপুর ও নামিবিয়ার কোম্পানিকেও এ নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
উত্তর কোরিয়ার কোম্পানির সাথে সংশ্লিষ্টতার কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে ওএফএসি’র বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















