আকাশ জাতীয় ডেস্ক:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) করোনার উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে খুমেকের করোনার আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মৃত শিশুর নাম ফাতেমা (১৬ মাস)। সে বাগেরহাট জেলার কচুয়া থানার বিল্লালের মেয়ে।
শুক্রবার রাতে ওই শিশুকে শ্বাসকষ্ট ও ডায়রিয়ার সমস্যার কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।
কিন্তু পরে শিশুটির শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাত ১০টার দিকে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়।
খুমেকের আরপি ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমার মৃত্যু হয়। তার শরীরে করোনাভাইরাস আছে কি-না সেটা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















