অাকাশ বিনোদন ডেস্ক:
বন্যাদুর্গতদের সহায়তার জন্য বিশেষ কনসার্টের আয়োজন করেছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। মহাখালীস্থ রাওয়া কনভেশন সেন্টারে কয়েকটি সামাজিক সংগঠন ও ব্যক্তির সহায়তায় আগামী ২৬ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠেয় এই কনসার্টে অংশ নেবেন ফিডব্যাক, অবসকিউর, আলিফ আলাউদ্দিনসহ দেশ সেরা ব্যান্ড ও শিল্পীরা।
টিকিটের মূল্য ধরা হয়েছে, সিলভার এক হাজার টাকা, গোল্ড পাঁচ হাজার টাকা এবং প্লাটিনাম ১০ হাজার টাকা। এছাড়া রাওয়া সদস্য ও শিক্ষার্থীরা মাত্র ৫০০ টাকার বিনিময়ে কনসার্ট উপভোগ করতে পারবেন।
নিম্নলিখিত এলাকাভিত্তিক ফোন নম্বরে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করা যাবে: বনানী ০১৭১৩০৯৭৭৫৩, পান্থপথ ০১৬২৫৬৮৩১৪৪, লালবাগ ০১৯৭৭৩৩৬০০৮ এবং রাওয়া কনভেনশন সেন্টার ০১৭৯৬৮৮০৫১০।
আকাশ নিউজ ডেস্ক 

























