আকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীতে হাসপাতালের সামনে লাশ রেখে পালিয়েছে ট্রাক শ্রমিকরা। বুধবার সকালে মহানগরীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
মহানগরীর চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে তালাইমারি বালুঘাট থেকে ট্রাকটি পদ্মা আবাসিক এলাকায় আসার সময় ট্রাক থেকে পড়ে সাদেক আলী (৫৫) নামে ওই শ্রমিক আহত হন। তাকে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালের সামনে লাশ ফেলে পালিয়ে যায় ট্রাক শ্রমিকরা।
ওসি জানান, নিহত সাদেক আলী মহানগরীর উপকণ্ঠ চর সাতবাড়িয়া এলাকার বাসিন্দা। লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 






















