অাকাশ স্পোর্টস ডেস্ক:
আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাবে বিশ্ব একাদশ। বিভিন্ন দেশের ক্রিকেটাররা সেই দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে খেলবেন। বিশ্ব একাদশের অধিনায়ক হিসেবে হাশিম আমলা কিংবা ফাফ ডু প্লেসিস দায়িত্ব পালন করবেন বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে।
পিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডনকে মঙ্গলবার নিশ্চিত করেছেন, আমলা এবং ডু প্লেসিস বিশ্ব একাদশের হয়ে খেলবেন। এই দুজনের মধ্য হতে যেকোনো একজন অধিনায়ক হিসেবে বিশ্ব একাদশের দায়িত্ব পালন করবেন বলেও তিনি নিশ্চিত করেন।
দ্য ডনকে পিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘দক্ষিণ আফ্রিকা এবং বিশ্ব ক্রিকেটের দুই বড় তারকা হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিস বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান সফরের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং দুজনের একজন দলকে নেতৃত্ব দেবেন।’
ওই কর্মকর্তা জানায়, বিশ্ব একাদশ এবং পাকিস্তানের মধ্যকার আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আইসিসির সঙ্গে আর্থিক এবং অন্যান্য ব্যাপার নিয়ে আলোচনা চলছে। আগামী কয়েকদিনের মধ্যে চুক্তি স্বাক্ষর হলেই আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের নাম প্রকাশ করা হবে।ন এর আগে সোমবার পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, সাত দেশের ১৫ জন ক্রিকেটার বিশ্ব একাদশের হয়ে খেলতে পাকিস্তানে আসবেন।
২০০৯ সালে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কার টিম বাসে হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে না পাকিস্তানে। ২০১৫ সালে জিম্বাবুয়ের ‘খর্বশক্তির’ দল পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলে। বিশ্ব একাদশের পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট দলেরও সেপ্টেম্বরে পাকিস্তান সফরে আসার কথা। এরপর নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ দলও পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























