আকাশ স্পোর্টস ডেস্ক :
সৌদি আরবে রোমাঞ্চকর এল ক্লাসিকো জিতে স্প্যানিশ সুপার কাপ ধরে রেখেছে বার্সেলোনা। রোববার রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। এটি বার্সেলোনার রেকর্ড ১৬তম সুপার কাপ শিরোপা।
বার্সেলোনার হয়ে রাফিনিয়া দুটি গোল করেন। রবার্ট লেভান্ডভস্কি একটি গোল যোগ করেন। শেষ দিকে কিলিয়ান এমবাপের ওপর ফাউলের জন্য ফ্রেঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখেন। তবু জয় ধরে রাখে বার্সা।
ম্যাচের শুরুতে বলের দখল রাখে বার্সেলোনা। রিয়াল রক্ষণে থেকে সুযোগের অপেক্ষা করে। ৩৬ মিনিটে রাফিনিয়া প্রথম গোল করেন। বক্সের ভেতর থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি।
এরপর ভিনিসিয়ুস জুনিয়র একক নৈপুণ্যে গোল করে রিয়ালকে সমতায় ফেরান। বিরতির আগে আবার এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির দারুণ এক পাস থেকে লেভান্ডভস্কি চিপ শটে গোল করেন। তবে যোগ করা সময়ে গনজালো গার্সিয়া গোল করে রিয়ালকে আবার সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে। ৭৩ মিনিটে রাফিনিয়ার শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকে পড়ে। এটিই ম্যাচের নির্ধারক গোল হয়। এই জয়ে হান্সি ফ্লিকের অধীনে চতুর্থ শিরোপা জিতল বার্সেলোনা।
ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, ‘যেভাবেই হার হোক, কষ্ট লাগে। তবে এটা খুবই সমান একটি ম্যাচ ছিল। শেষ পর্যন্ত আমরা লড়াই করেছি। বার্সেলোনাকে অভিনন্দন জানাই।’
বার্সেলোনা স্ট্রাইকার লেভান্ডভস্কি বলেন, ‘আমরা খুব খুশি। আরেকটি শিরোপা জিতেছি। মাদ্রিদের বিপক্ষে ম্যাচ সব সময় বড়। আমরা ভালো খেলেছি। জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
রাফিনিয়ার প্রশংসা করে লেভান্ডভস্কি আরও বলেন, ‘সে সব সময় ঠিক জায়গায় থাকে।’
এই জয়ে রিয়ালের টানা পাঁচ ম্যাচ জয়ের ধারা থামে। কোচ আলোনসোর অধীনে এখনও কোনো শিরোপা জিততে পারেনি মাদ্রিদ। অন্যদিকে বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতেছে। তারা লা লিগার শীর্ষেও রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















