অাকাশ স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে বিস্ময়কর শ্রদ্ধা প্রদর্শন করলেন এক স্প্যানিশ সাঁতারু। হাঙ্গেরির বুদাপেস্টে চলছে মাস্টার্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ। সেখানকার একজন প্রতিযোগী স্পেনের ফারনানাদো আলভারেজ।
গত বৃহস্পতিবার বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় ১৫জন নিহত হন। এছাড়া আহত হন প্রায় ১০০ জন। প্রতিযোগিতায় সাঁতারের পুলে ঝাঁপ দেয়ার আগে নিহত ব্যক্তিদের স্মরণে কর্তৃপক্ষের কাছে এক মিনিট নীরবতা পালনের অনুমতি চান ফারনানদো। তিনি চান, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সবাই এক মিনিট নীরবতা পালন করুক। কিন্তু ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশন সে অনুমতি দেয়নি। এতে বাধ্য হয়ে ফারনানদো নিজেই বিস্ময়করভাবে এক মিনিট নীরবতা পালন করেন।
প্রতিযোগিতায় ফারনাদোসহ অন্যরা ব্লকসের ওপর দাঁড়িয়ে পুলে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেন। চূড়ান্ত বাঁশি বেজে যায়। সবাই পুলে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু ফারনানদো দুই হাত শূন্যে উুঁচ করে আকাশের দিকে তাকিয়ে ব্লকসের ওপর দাঁড়িয়ে থাকেন। এভাবে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। ততক্ষণে অন্য সাঁতারুদের সাঁতার প্রায় শেষ। কিন্তু তিনি এক মিনিট নীরবতা পালন করে তারপর পুলে ঝাঁপ দেন। সবার শেষে সাঁতার শেষ করেছেন তিনি। কিন্তু এটা নিয়ে মোটেও আক্ষেপ নেই তার।
ফারনানাদো বলেন, ‘তারা আমাকে জানান যে, নীরবতা পালন সম্ভব নয়। জীবনের এক মিনিট নষ্ট করাও ঠিক নয়। এ কারণে আমি ব্যক্তিগতভাবে এক মিনিট নীরবতা পালন করে তারপর পুলে ঝাঁপ দিই। এটা কোনো ব্যাপার নয়। বিশ্বের সব স্বর্ণ পদক জেতার চেয়ে আমার কাছে এটাই বড়।’
আকাশ নিউজ ডেস্ক 
























