ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

করোনায় মারা যাওয়া আ.লীগ নেতার জানাজায় জনতার ঢল

আকাশ জাতীয় ডেস্ক:

বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জি. এম. দেলোয়ারের মৃত্যু করোনাভাইরাসের কারণেই হয়েছে। আজ বেলা ৩ টার দিকে আইইডিসিআর থেকে বরগুনা স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে পটুয়াখালী জেনারেল হাসপাতাল থেকে বুধবার জি.এম. দেলোয়ারের নমুনা পাঠানো হয়। বৃহস্পতিবার প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জি.এম. দেলোয়ারের জানাজায় সহস্রাধিক লোক অংশগ্রহণ করে। এদিকে দেলোয়ারের রিপোর্ট পজিটিভ হবার খবর ছড়িয়ে পড়ায় বরগুনা জেলাব্যাপী আতঙ্ক বিরাজ করছে।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ২৬ মার্চ অসুস্থ হবার পর থেকে তিনি বাড়িতে সকলের সাথে অবস্থানের পাশাপাশি বাড়ির বাহিরেও আসেন। বুধবার বেশি অসুস্থ হয়ে পড়লে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’ এ পাঠানো হয়।

বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ জানান, আমতলী উপজেলাকে লকডাইন ঘোষণা করা হয়েছে। যেহেতু ২৬ মার্চ থেকে তিনি অসুস্থ ছিলেন, অনেকের সাথে মিশেছেন, বাড়িতে পরিবারের সদস্যদের সাথে অবস্থান করেছেন এ জন্য আমরা চিন্তিত। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সতর্কতামূলক ব্যবস্থা আমরা নিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমতলী উপজেলাকে লকডাউন ঘোষণার পাশাপাশি সড়কের সকল প্রবেশ এবং বাহির পথ বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন বলেন, আমরা চেষ্টা করেছি লকডাউন কার্যকর করতে। তারপরও বেশ কিছু লোকজন হয়েছে। সীমিত আকারে জানাজা হয়েছে। এখন আমরা পুরো উপজেলা লকডাউন করে দিয়েছি।

এ বিষয়ে নৌ-বাহিনীর কমান্ডার যুবায়ের বলেন, সেখানে যাতে লোকসমাগম না হয় সে বিষয়ে আমাদের ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমনকি আমতলী থানার পক্ষ থেকেও মাইকিং করা হয়েছে। কিন্তু তারপরও সাধারণ জনগণ তা শোনেননি।

তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত সর্বস্তরের জনগণ সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত এ অভিযান সফল করা সম্ভব হবে না।

কমান্ডার যুবায়ের আরও বলেন, বিষয়টি অনুধাবন করে তিনি বরগুনার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন যাতে পুরোপুরি আমতলী উপজেলাকে লকডাউন করা হয়।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমাদের অফিসাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তারা মাইকিং করেছেন। কিন্তু তাদের বাধার মুখেও রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন। এ বিষয়ে এককভাবে উপজেলা প্রশাসনকে দায়ী করা যাবে না। কারণ জনগণ সচেতন না হলে শুধু প্রশাসনের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয়ে ওঠে না।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বেলা ১১টায় আমতলী সদর ইউনিয়নের লোচা গ্রামের নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন জিএম দেলোয়ার। এর আগে গত ৮-১০ দিন ধরে তিনি জ্বরসহ করোনা উপসর্গে ভুগছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

করোনায় মারা যাওয়া আ.লীগ নেতার জানাজায় জনতার ঢল

আপডেট সময় ০৮:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জি. এম. দেলোয়ারের মৃত্যু করোনাভাইরাসের কারণেই হয়েছে। আজ বেলা ৩ টার দিকে আইইডিসিআর থেকে বরগুনা স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে পটুয়াখালী জেনারেল হাসপাতাল থেকে বুধবার জি.এম. দেলোয়ারের নমুনা পাঠানো হয়। বৃহস্পতিবার প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জি.এম. দেলোয়ারের জানাজায় সহস্রাধিক লোক অংশগ্রহণ করে। এদিকে দেলোয়ারের রিপোর্ট পজিটিভ হবার খবর ছড়িয়ে পড়ায় বরগুনা জেলাব্যাপী আতঙ্ক বিরাজ করছে।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ২৬ মার্চ অসুস্থ হবার পর থেকে তিনি বাড়িতে সকলের সাথে অবস্থানের পাশাপাশি বাড়ির বাহিরেও আসেন। বুধবার বেশি অসুস্থ হয়ে পড়লে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’ এ পাঠানো হয়।

বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ জানান, আমতলী উপজেলাকে লকডাইন ঘোষণা করা হয়েছে। যেহেতু ২৬ মার্চ থেকে তিনি অসুস্থ ছিলেন, অনেকের সাথে মিশেছেন, বাড়িতে পরিবারের সদস্যদের সাথে অবস্থান করেছেন এ জন্য আমরা চিন্তিত। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সতর্কতামূলক ব্যবস্থা আমরা নিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমতলী উপজেলাকে লকডাউন ঘোষণার পাশাপাশি সড়কের সকল প্রবেশ এবং বাহির পথ বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন বলেন, আমরা চেষ্টা করেছি লকডাউন কার্যকর করতে। তারপরও বেশ কিছু লোকজন হয়েছে। সীমিত আকারে জানাজা হয়েছে। এখন আমরা পুরো উপজেলা লকডাউন করে দিয়েছি।

এ বিষয়ে নৌ-বাহিনীর কমান্ডার যুবায়ের বলেন, সেখানে যাতে লোকসমাগম না হয় সে বিষয়ে আমাদের ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমনকি আমতলী থানার পক্ষ থেকেও মাইকিং করা হয়েছে। কিন্তু তারপরও সাধারণ জনগণ তা শোনেননি।

তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত সর্বস্তরের জনগণ সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত এ অভিযান সফল করা সম্ভব হবে না।

কমান্ডার যুবায়ের আরও বলেন, বিষয়টি অনুধাবন করে তিনি বরগুনার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন যাতে পুরোপুরি আমতলী উপজেলাকে লকডাউন করা হয়।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমাদের অফিসাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তারা মাইকিং করেছেন। কিন্তু তাদের বাধার মুখেও রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন। এ বিষয়ে এককভাবে উপজেলা প্রশাসনকে দায়ী করা যাবে না। কারণ জনগণ সচেতন না হলে শুধু প্রশাসনের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয়ে ওঠে না।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বেলা ১১টায় আমতলী সদর ইউনিয়নের লোচা গ্রামের নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন জিএম দেলোয়ার। এর আগে গত ৮-১০ দিন ধরে তিনি জ্বরসহ করোনা উপসর্গে ভুগছিলেন।