আকাশ জাতীয় ডেস্ক:
রাজবাড়ীর পাংশা উপজেলায় শ্বাসকষ্ট, কাশি, গলা ব্যথা ও ডায়রিয়ায় হয়ে সোমবার দুপুরে একজন মারা গেছেন। তার বাড়ি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে। তিনি পেশায় একজন ট্রাকচালক।
তিন দিন আগে এসব উপসর্গ নিয়ে বাড়িতে আসেন। বিকাল সাড়ে ৩টার দিকে ৩৫ বছর বয়সী এ ব্যক্তিকে বাড়ি থেকে খোক্সা উপজেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় জনগণের চলাচল সীমিত করার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে পাংশা উপজেলা প্রশাসন ওই সেনগ্রাম লকডাউন করে দিয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম ও পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমানা আরা এ ঘটনা নিশ্চিত করেন। বলেন, রাজবাড়ী জেলা থেকে আরো সাতজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। কিন্তু সেগুলোর রিপোর্ট এখনো আসেনি।
আকাশ নিউজ ডেস্ক 



















