ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

মাদারীপুরে জ্বর–শ্বাসকষ্টে ব্যবসায়ীর মৃত্যু, নমুনা সংগ্রহ

আকাশ জাতীয় ডেস্ক:

জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার এক ড্রেজার ব্যবসায়ী মারা গেছেন। গতকাল শনিবার মধ্যরাতে নিজের বাড়িতে মারা যান তিনি। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আজ রোববার নমুনা সংগ্রহ করা হয়েছে।

নমুনা সংগ্রহের জন্য ওই ব্যক্তির বাড়িতে লোক পাঠানোর কথা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল বিধান মো. সানাউল্লাহ্‌ বলেন, ‘সকালে স্বাস্থ্য বিভাগ থেকে লোক পাঠানো হয়েছে। তারা তথ্য সংগ্রহ করছে। আমি যাব। ওখানে না যাওয়া পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরের পর ওই ব্যক্তি জ্বর–সর্দিতে আক্রান্ত হন। রাতে শ্বাসকষ্ট শুরু হলে তিনি মারা যান। খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বিদেশফেরত কোনো ব্যক্তি নন। তাঁর পরিবারের কেউ বিদেশ থেকে আসেননি। স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁর নমুনা সংগ্রহ করছে। এ ছাড়া জরুরি সভা করে ওই এলাকা লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইমলাম বলেন, ওই ব্যক্তির বয়স ৬০ বছরের উপরে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা এখনো নিশ্চিত নয়। পুলিশ, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রাথমিক পর্যবেক্ষণ পাওয়ার পর ওই এলাকা লকডাউন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

১ মার্চ থেকে মাদারীপুরে আসেন ৩ হাজার ৫৩২ জন প্রবাসী। তাদের মধ্যে হোম কোয়ারেন্টিনে ছিলেন ১ হাজার ৩৮৮ জন। ইতিমধ্যে হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ১ হাজার ১৯১ জনের। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২১৭ জন। এ ছাড়া মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ছিলেন ৫ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন ৩ জন। বর্তমানে সদর উপজেলার এক ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে কেউ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

মাদারীপুরে জ্বর–শ্বাসকষ্টে ব্যবসায়ীর মৃত্যু, নমুনা সংগ্রহ

আপডেট সময় ১১:৩৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার এক ড্রেজার ব্যবসায়ী মারা গেছেন। গতকাল শনিবার মধ্যরাতে নিজের বাড়িতে মারা যান তিনি। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আজ রোববার নমুনা সংগ্রহ করা হয়েছে।

নমুনা সংগ্রহের জন্য ওই ব্যক্তির বাড়িতে লোক পাঠানোর কথা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল বিধান মো. সানাউল্লাহ্‌ বলেন, ‘সকালে স্বাস্থ্য বিভাগ থেকে লোক পাঠানো হয়েছে। তারা তথ্য সংগ্রহ করছে। আমি যাব। ওখানে না যাওয়া পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরের পর ওই ব্যক্তি জ্বর–সর্দিতে আক্রান্ত হন। রাতে শ্বাসকষ্ট শুরু হলে তিনি মারা যান। খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বিদেশফেরত কোনো ব্যক্তি নন। তাঁর পরিবারের কেউ বিদেশ থেকে আসেননি। স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁর নমুনা সংগ্রহ করছে। এ ছাড়া জরুরি সভা করে ওই এলাকা লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইমলাম বলেন, ওই ব্যক্তির বয়স ৬০ বছরের উপরে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা এখনো নিশ্চিত নয়। পুলিশ, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রাথমিক পর্যবেক্ষণ পাওয়ার পর ওই এলাকা লকডাউন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

১ মার্চ থেকে মাদারীপুরে আসেন ৩ হাজার ৫৩২ জন প্রবাসী। তাদের মধ্যে হোম কোয়ারেন্টিনে ছিলেন ১ হাজার ৩৮৮ জন। ইতিমধ্যে হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ১ হাজার ১৯১ জনের। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২১৭ জন। এ ছাড়া মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ছিলেন ৫ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন ৩ জন। বর্তমানে সদর উপজেলার এক ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে কেউ নেই।