অাকাশ জাতীয় ডেস্ক:
মাদারীপুরে প্রেম প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী নিতু মণ্ডলকে ছুরিকাঘাতে হত্যার দায়ে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর দেড়টার দিকে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফউদ্দিন আহমেদ এই রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. এমরান লতিফ জানান, ফাঁসির দণ্ডাদেশ পাওয়া যুবকের নাম মিলন মণ্ডল (২২)। তাঁর বাড়ি নবগ্রাম ইউনিয়নের আইসারকান্দি গ্রামে।
এমরান লতিফ জানান, প্রেম প্রত্যাখ্যান করায় ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাসিন্দা নিতু মণ্ডলকে একাধিকবার ছুরিকাঘাত করেন মিলন মণ্ডল। গুরুতর অবস্থায় তাকে কালকিনি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিতু মণ্ডলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা নির্মল মণ্ডল বাদী হয়ে মামলা করেন। মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
আজ রায় ঘোষণার সময় আসামি মিলন আদালতে উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























