আকাশ স্পোর্টস ডেস্ক:
অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে। সোমবার দিন যেয়ে রাতেই ব্যালন ডি’অরজয়ীর নাম ঘোষণা করা হবে। ইতিমধ্যে সেই নাম ফাঁস হয়ে গেছে। ২০১৮ সালে ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কারটি জিতছেন মাঝমাঠের শিল্পী লুকা মদরিচ।
প্যারিসে জমকালো অনুষ্ঠানে ৬৩তম বিজয়ীর হাতে তুলে দেয়া হবে ব্যালন ডি’অর। পুরস্কারটি ঘোষণা করবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সাবেক ফরাসি ফুটবলার ডেভিড জিনোলা। আগে থেকে নানা প্রোগ্রাম হলেও মূল অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
গুঞ্জন সত্যি হলে আলো ঝলমলে মঞ্চে বিজয়ীর হাসি হাসবেন মদরিচ। ইউরোপের শীর্ষস্থানীয় সব গণমাধ্যমই জানিয়েছে, এবারের বিজয়ী রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার। দ্বিতীয় হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর তৃতীয় আঁতোয়া গ্রিজম্যান।
ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এবারই প্রথম চালু করেছে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার। সেটি উঠছে বিশ্বকাপজয়ী ফরাসি উইঙ্গার কিলিয়ান এমবাপ্পের হাতে।
মদরিচের সম্ভাব্য বিজয়ের ইঙ্গিত পেয়ে বিশাল বহর নিয়ে প্যারিসে যাচ্ছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। লস ব্লাঙ্কোদের চ্যাম্পিয়নস লিগ জেতানোর পাশাপাশি ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে তোলেন মদরিচ। সঙ্গত কারণে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার তিনি। এ বছর উয়েফা ও ফিফা বর্ষসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
গেল এক দশকে সমান পাঁচবার করে ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি ও রোনাল্ডো। এবার তাদের দ্বৈতশাসনের অবসান ঘটছে। আগে থেকেই তা হয়তো টের পেয়েছেন আধুনিক ফুটবলের দুই দিকপাল। ফলে অনুষ্ঠানেও যাচ্ছেন না তারা।
আকাশ নিউজ ডেস্ক 























