অাকাশ স্পোর্টস ডেস্ক:
কোথাও নেই কোনো সুখবর। নেইমার চলে যাওয়ার পর বেশ চাপের মুখে বার্সেলোনা। ফিলিপে কৌতিনহো এবং উসমান ডেম্বেলের সঙ্গে চুক্তি করার জন্য বেশ তৎপরতা দেখালেও এখনো সফলতা দেখাতে পারেনি বার্সার টিম ম্যানেজমেন্ট। এরইমধ্যে বার্সেলোনার ছাড়ার চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন দলটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। ন্যু-ক্যাম্পে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রথমবারের মতো ক্লাব ছাড়ার চিন্তা করছেন বলে জানিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
১৯৯৬ সালে অল্প বয়সেই বার্সেলোনার যুব একাডেমিতে যোগ দেন ইনিয়েস্তা। ইতোমধ্যেই ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়কে পরিণত হয়েছেন তিনি।
বার্সেলোনার হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে সিনিয়র দলের হয়ে ইতোমধ্যেই ৭০০টির বেশি ম্যাচ খেলেছেন ইনিয়েন্তা। ৮টি লা লিগা এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ অসংখ্য ট্রফি জেতেন তিনি।
তারপরও বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ইনিয়েস্তা। চলতি মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী তারকার। নতুন চুক্তি না হওয়ায় ন্যু-ক্যাম্পে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েন ইনিয়েস্তা।
রোববার যেমনটা বলছিলেন ইনিয়েস্তা, ‘এখনো পর্যন্ত আমি নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করিনি। প্রথমবারের মতো অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার। কিন্তু আমি মনে করি এটি সাধারণ ব্যাপার। আমি এমন এক পরিস্থিতিতে আছি, তিন বছর আগে যেটি কল্পনাও করিনি। আমি এখন আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। অথচ আগে কখনোই এমনটা করতে হয়নি।’
ফরাসি ক্লাব নিস’র মিডফিল্ডার মাইকেল সেরির সঙ্গে চুক্তি করতে চায় বার্সেলোনা। সেই চুক্তি যদি সম্পন্ন হয় তবে ন্যু-ক্যাম্পে এমনিতেই ইনিয়েস্তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। যে কারণে নতুন কোনো চুক্তি হওয়ার আগে স্বস্তি পাচ্ছেন না ইনিয়েস্তা।
আকাশ নিউজ ডেস্ক 

























