অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ সার্কেল’র আয়োজনে জঙ্গিবাদবিরোধী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে তিন ঘণ্টাব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
পরে দুপুরে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় শর্ট ফিল্ম কম্পিটিশন ও তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ধর্মীয় উগ্রবাদবিরোধী এ কম্পিটিশনে অংশ নেয়া সেরা দুটি ফিল্ম নির্মাণকারী দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি তুলে দেন প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু।
প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসান তানভীরের সভাপতিত্বে এবং ইয়ুথ সার্কেলের সাধারণ সম্পাদক সাবিনা সুলতানার সঞ্চালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ সার্কেলের সভাপতি কেএম হাফিজ আল আসাদ। অনুষ্ঠানে সেরা তিনটি শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়। পরে তরুণ নির্মাতাগণ তাদের ফিল্ম নির্মাণের অভিজ্ঞতা দর্শকদের সামনে তুলে ধরেন।
‘মিলিটারি অ্যান্ড ফ্যানাটিসিজম: ইম্প্যাক্ট অন ইয়ুথ পিপল’
শিরোনামে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- রাজশাহী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কালাম আযাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় মসজিদের ঈমাম মাওলানা নাজমুল আলম এবং ‘এসএ’ টিভির রাজশাহী ব্যুরো ইনচার্জ জিয়াউল গণি সেলিম।
সেমিনারে ধর্মীয় উগ্রবাদ, সহিংসতা ও জঙ্গিবাদ নির্মুলে যুব-সমাজের ভূমিকা, ইসলাম জঙ্গিবাদকে সমর্থণ করে কি না ও কোরআন-হাসিদের আলোকে ইসলামের ব্যাখ্যা সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















