অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় চারটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে বিজিবি ৫৯। শুক্রবার দিবাগত রাতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম সালাহ উদ্দিন শনিবার বেলা ১২টায় এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।
সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির চাকপাড়া বিওপির একটি দল রাত ১২টার সময় চাকপাড়া সীমান্তের মেইন পিলার ১৮৩/৪ পার্শ্ববতী এলাকায় তল্লাশি চালায়। এসময় মাটির নিচ থেকে প্লাস্টিকের বস্তায় থাকা অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সীমান্তে সব ধরণের অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালানের বিরুদ্ধে বিবিজির এই অভিযান অব্যাহত থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 



















