আকাশ স্পোর্টস ডেস্ক:
গেল মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছে লিভারপুলে। খেলেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল; ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করেছে তৃতীয় থেকে। এবারও ধারাবাহিকতা ধরে রেখেছে অলরেডরা। ইউরোপসেরা টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ইপিএলেও ঠিক একই অবস্থান।
এর নেপথ্য কারিগর মোহামেদ সালাহ, রবার্তো ফিরমিনো ও সাদিও মানে। এ ত্রয়ীর ডানায় চড়ে উড়ছে লিভারপুল। এতে ভীষণ খুশি মানে। অপর দুজনের সঙ্গে খেলাটা দারুণ উপভোগ করছেন তিনি।
আফ্রিকা মহাদেশের ছোট্ট দেশ সেনেগালের বড় তারকা মানে। গেল কয়েক মৌসুম ধরে সালাহ-ফিরমিনোর সঙ্গে জোট বেঁধে খেলছেন। সাফল্যও আসছে। বিষয়টি দারুণ উপভোগ করছেন তিনি, সালাহ-ফিরমিনো গ্রেট খেলোয়াড়। সত্যিই বলছি-তাদের পাশে খেলাটা সবসময় উপভোগ করি আমি। তারা সব কিছুই আমার জন্য সহজ করে দিয়েছেন।
এ সেনেগালিজ বলেন, হালের দুই সুপারস্টারের সঙ্গে আমার গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মনে হচ্ছে নিমিষেই ওদের সঙ্গে সম্পর্কটা গড়ে উঠেছে। আমাদের দুর্দান্ত পারফরম্যান্সের এটিও অন্যতম কারণ।
তিনি বলেন, আমরা খুবই ঘনিষ্ঠ। আমরা একসঙ্গে খেলতে ভালোবাসি। গোল করাতে একে অপরকে পাস দিতে পছন্দ করি। তাদের পাশে খেলাটা সত্যিই অন্যরকম। সর্বোপরি আমাদের দলের অন্য সতীর্থরাও দারুণ ফ্রেন্ডলি।
আকাশ নিউজ ডেস্ক 

























