অাকাশ জাতীয় ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হতে চান বাবা ও ছেলে।
তারা উভয়েই রাজনীতিতে বেশ সক্রিয়। চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে দুজনেরই শক্ত অবস্থান রয়েছে।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন চাইছেন তারা।
বিএনপির এ দুই নবীন-প্রবীণ কেন্দ্রীয় নেতা হলেন মীর নাছির উদ্দীন ও তার একমাত্র ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন।
মঙ্গলবার তারা দুজনেই হাটহাজারী বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
উল্লেখ্য, মীর নাছির উদ্দীন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান।
তিনি জোট সরকারের আমলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন।
তার ছেলে মীর হেলাল উদ্দীন সুপ্রিমকোর্টের তরুণ আইনজীবী। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
এ ছাড়া সুপ্রিমকোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক হিসাবে দলের নেতাকর্মীদের আইনি সহযোগিতা দিয়ে আসছেন।
অল্প সময়ের মধ্যে তিনি চট্টগ্রামের রাজনীতিতে নিজের আলাদা একটি বলয় তৈরি করতেও সক্ষম হয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 





















