অাকাশ জাতীয় ডেস্ক:
মাদারীপুরের রাজৈরে বাসচাপায় সজীব বেপারি (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আমগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব বেপারি একই উপজেলার সুতারকান্দি গ্রামের মান্নান বেপারির ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আমগ্রাম নামক স্থানে বরিশালগামী আলসানি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথচারী সজীবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























