অাকাশ জাতীয় ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নারায়ণগঞ্জ-২ আসনে (আড়াইহাজার) নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন।
তিনি গত সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
এ সময় তিনি সবার দোয়া কামনা করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। তার ক্লিন ইমেজে নির্বাচনী মাঠে তিনি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছেন বলে এলাকাবাসী ও তার কর্মীরা দাবি করেন।
মমতাজ হোসেন বলেন, সঙ্গত কারণেই আমার দিকে নেতাকর্মীসহ ভোটাররা ঝুঁকছেন। আমি তরুণ ও প্রবীণদের মধ্যে একটি সেতুবন্ধ রচনা করতে চাই।
আমার জানামতে, আমি কারওর মনেই এতটুকু কষ্ট দিইনি। আমার দলীয় মনোনয়ন এখন আড়াইহাজাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। নিজেকে সব সময় পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। আমার দৃঢ় বিশ্বাস, একজন ক্লিনম্যান হিসেবে দল আমাকে এবার মনোনয়ন দেবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দুর্নীতিমুক্ত একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে আমি সর্বদা চেষ্টা করে যাব।
আসনটিতে ভোটার সংখ্যা দুই ৮৩ হাজার ৮৬৮ জন। এর মধ্যে নারী ভোটার-এক লাখ ৩৯ হাজার ৭৩৪ জন এবং পুরুষ ভোটার-এক লাখ ৪৪ হাজার ১৩৪ জন। স্থানীয় খাগকান্দা এলাকার আওয়ামী সমর্থক তরুণ ভোটার আশ্রাফুলের মতো আরও অনেকেই বলেন, আড়াইহাজারবাসী একজন ক্লিন ইমেজের ব্যক্তিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়ার দাবি করছে। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে অনেকের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















