ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

মুশফিককে অভিনন্দন জানিয়েছেন দুর্জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

একটা সময়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি ছিল সোনার হরিণ। ডাবল সেঞ্চুরি না পাওয়ার সেই আক্ষেপ ঘোচান মুশফিকুর রহিম। তার দেখা দেখি ডাবল সেঞ্চুরি করেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সোমবার ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক।

মুশফিকের এমন পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। সোমবার রাতে যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে সাবেক এই অধিনায়ক বলেন, মুশফিক অসাধারণ ক্রিকেট খেলেছে। এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো। বিশেষ করে সিলেটে আমাদের ভালো হয়নি। ঢাকায় আমাদের কামব্যাক করা দরকার ছিল। মুশফিকের কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করি, সে রকমই একটা ইনিংস সে খেলেছে। এটা বাংলাদেশ এবং বিশ্বের জন্যও একটা রেকর্ড। সবদিক থেকে বললে ভালো।

উইকেটকিপার হিসেবে ডাবল সেঞ্চুরি করে মুশফিক ছাড়িয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি এবং সাঙ্গাকারাদের মতো কিংবদন্তিদের। এপ্রসঙ্গে নাঈমু রহমান দুর্জয় বলেন, আসলে মুশফিকের ডাবল সেঞ্চুরির রেকর্ডের চেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের কামব্যাক করার জন্য। রেকর্ড গড়েছে এজন্য ওকে অভিনন্দন। তবে সিলেটে এমন পরাজয়ের পর টিমের কামব্যাক করার জন্য এই ইনিংস খেলা খুবই প্রয়োজন ছিল।

২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল (২০০) সেঞ্চুরির ইতিহাস গড়েন মুশফিক। এর দুই বছর পর ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ২০৬ রান করেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তার ঠিক দুই বছর পর ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে ২১৭ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এতদিন সাকিবের গড়া ২১৭ রানই ছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ৪২১ বলে ১৮ চার ও এক ছক্কায় ২১৯ রান করার মধ্য দিয়ে সাকিবের সেই রেকর্ড ভেঙে দেন মুশফিক।

সেই দিক থেকে বললে, ঢাকা টেস্টে ডাবল সেঞ্চুরি করার মধ্য দিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম।

শুধু তাই নয়, এদিন ডাবল সেঞ্চুরি করার মধ্য দিয়ে কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনিদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের ছাড়িয়ে গেলেন মুশফিক। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে বিশ্বে প্রথম স্থানে চলে এসেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। কিপার হিসেবে টেস্টে মুশফিকের ডাবল সেঞ্চুরি রয়েছে (২০০ ও ২১৯) দুটি।

বিশ্ব ক্রিকেটে উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট, ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরা একটি করে ডাবল সেঞ্চুরি করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

মুশফিককে অভিনন্দন জানিয়েছেন দুর্জয়

আপডেট সময় ০১:৩৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক: 

একটা সময়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি ছিল সোনার হরিণ। ডাবল সেঞ্চুরি না পাওয়ার সেই আক্ষেপ ঘোচান মুশফিকুর রহিম। তার দেখা দেখি ডাবল সেঞ্চুরি করেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সোমবার ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক।

মুশফিকের এমন পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। সোমবার রাতে যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে সাবেক এই অধিনায়ক বলেন, মুশফিক অসাধারণ ক্রিকেট খেলেছে। এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো। বিশেষ করে সিলেটে আমাদের ভালো হয়নি। ঢাকায় আমাদের কামব্যাক করা দরকার ছিল। মুশফিকের কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করি, সে রকমই একটা ইনিংস সে খেলেছে। এটা বাংলাদেশ এবং বিশ্বের জন্যও একটা রেকর্ড। সবদিক থেকে বললে ভালো।

উইকেটকিপার হিসেবে ডাবল সেঞ্চুরি করে মুশফিক ছাড়িয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি এবং সাঙ্গাকারাদের মতো কিংবদন্তিদের। এপ্রসঙ্গে নাঈমু রহমান দুর্জয় বলেন, আসলে মুশফিকের ডাবল সেঞ্চুরির রেকর্ডের চেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের কামব্যাক করার জন্য। রেকর্ড গড়েছে এজন্য ওকে অভিনন্দন। তবে সিলেটে এমন পরাজয়ের পর টিমের কামব্যাক করার জন্য এই ইনিংস খেলা খুবই প্রয়োজন ছিল।

২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল (২০০) সেঞ্চুরির ইতিহাস গড়েন মুশফিক। এর দুই বছর পর ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ২০৬ রান করেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তার ঠিক দুই বছর পর ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে ২১৭ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এতদিন সাকিবের গড়া ২১৭ রানই ছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ৪২১ বলে ১৮ চার ও এক ছক্কায় ২১৯ রান করার মধ্য দিয়ে সাকিবের সেই রেকর্ড ভেঙে দেন মুশফিক।

সেই দিক থেকে বললে, ঢাকা টেস্টে ডাবল সেঞ্চুরি করার মধ্য দিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম।

শুধু তাই নয়, এদিন ডাবল সেঞ্চুরি করার মধ্য দিয়ে কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনিদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের ছাড়িয়ে গেলেন মুশফিক। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে বিশ্বে প্রথম স্থানে চলে এসেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। কিপার হিসেবে টেস্টে মুশফিকের ডাবল সেঞ্চুরি রয়েছে (২০০ ও ২১৯) দুটি।

বিশ্ব ক্রিকেটে উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট, ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরা একটি করে ডাবল সেঞ্চুরি করেছেন।