আকাশ স্পোর্টস ডেস্ক:
সাম্প্রতিক বছরগুলোতে সীমিত ওভারের ক্রিকেটে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। তবে টেস্ট ক্রিকেটে সেভাবে উন্নয়ন হয়নি। যে কারণে টেস্টের মতো অভিজাত ক্রিকেটে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি টাইগাররা।
এজন্য টেস্ট ক্রিকেট নিয়ে পরিকল্পিতভাবে এগোনোর পরার্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস।
সবশেষ তিন টেস্টের ছয় ইনিংসে বাংলাদেশ দলের সংগ্রহ ১৪৩, ১৬৯, ১৪৯, ১৬৮, ৪৩, ১৪৪ রান। গত ১৮ বছর টেস্ট ক্রিকেট খেলেও সেভাবে উন্নয়ন করতে পারেনি বাংলাদেশ। এত কিছুর পরও নাফীস বলছেন, কয়েকটা টেস্ট এমন যেতেই পারে। তাই বলে বাংলাদেশ এতটা দুর্বল নয়।
সিলেটের ঐতিহাসিক টেস্টে (১৫১ রানে) বাজেভাবে পরাজিত হওয়া বাংলাদেশ দ্বিতীয় টেস্টে মিরপুরে ঘুরে দাঁড়িয়েছে। রোববার শুরু হওয়া মিরপুর টেস্টে ২৬ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ, মুমিনুল হক এবং মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনে ৫ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করেছে। ১৬১ রান কফেরে ফেরেন মুমিনুল। ১১১ রান নিয়ে অপরাজিত আছেন মুশফিক।
টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে শাহরিয়ার যুগান্তরকে বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে বাংলাদেশ যেভাবে খেলেছে এটাই বাংলাদেশের আসল রূপ। আমরা হয়ত সিলেটে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারিনি। সিলেটের মতো কিছু ম্যাচে আমরা ভালো করতে পারিনি। সেটা বাংলাদেশের সার্বিক পারফরম্যান্স নয়। আজকে বাংলাদেশে যেভাবে খেলেছে এটাই বাংলাদেশের স্বাভাবিক পারফরম্যান্স। আমি আশা করি বাংলাদেশ এই পারফরম্যান্স বজায় রাখবে।
নাফীস আরও বলেন, আমরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক উন্নতি করেছি। আমরা যদি টেস্টেও পরিকল্পনা মতো খেলতে পারি তাহলে উন্নয়ন সম্ভব। আমার বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্দিষ্টভাবে টেস্ট নিয়ে আরও বেশি চিন্তা করবে। তাহলে ওয়ানডের মতো টেস্টেও বাংলাদেশ ভালো করবে ইনশাআল্লাহ।
আকাশ নিউজ ডেস্ক 

























