অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরের বিরামপুর শহরের ব্যবসায়ীকে গলাকেটে হত্যার চার দিন পর পুলিশ নিহতের খণ্ডিত মস্তক উদ্ধার করেছে। রোববার দুপুরে নবাবগঞ্জ উপজেলার মধ্যমাগুড়া গ্রামের অপর একটি ধানক্ষেত থেকে মাথা উদ্ধার করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কাঠ ব্যবসায়ী নূরুজ্জামান পুশি (৪০) গত বুধবার বিকালে ব্যবসায়ীক টাকা আদায়ের জন্য নবাবগঞ্জ উপজেলার মধ্যমাগুড়া গ্রামের রফিকুলের বাড়িতে যান। বৃহস্পতিবার বিকালে নবাবগঞ্জ উপজেলার মধ্যমাগুড়া গ্রামের ধানক্ষেত থেকে পুলিশ ওই ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। পরে হত্যাকারী সন্দেহে পুলিশ মধ্যমাগুড়া গ্রামের রফিকুলকে গ্রেফতার করে।
গত চার দিন ধরে পুলিশের ব্যাপক অনুসন্ধানের পরও খণ্ডিত মস্তক না পেয়ে নিহতের মহল্লার বাসিন্দারা রোববার বিরামপুর ঢাকা মোড়ে মানববন্ধন করছিল। এসময় খণ্ডিত মস্তক উদ্ধারের খবর পেয়ে মানববন্ধন সমাপ্ত করা হয়।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, তার নেতৃত্বে বিরামপুর থানা থেকে ১২ জনের পুলিশ দল ও নবাবগঞ্জ থানার ওসি সুব্রত রায়সহ পুলিশের যৌথ অভিযানে নবাবগঞ্জ উপজেলার মধ্যমাগুড়া গ্রামের অপর একটি ধানক্ষেত থেকে রোববার দুপুরে নিহত নূরুজ্জামান পুশির খণ্ডিত মস্তক উদ্ধার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















