ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

বাংলাদেশের যে দৃশ্য দেখে অবাক অজি অধিনায়ক!

অাকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। দলবল নিয়ে উঠেছেন রাজধানীর পাঁচ তারকা হোটেল র‍্যাডিসনে। মিরপুরে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এর আগে আছে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। তাই এই ক’টা দিন বাংলাদেশের সবচেয়ে বড় শহরে থাকা হচ্ছে অজি দলপতির। পরশু রাতে ঢাকায় পা রাখার পর একটি দৃশ্য দেখে বেশ অবাকই হয়েছেন স্মিথ। সেটা বোঝা গেল তার ইনস্টাগ্রাম পোস্টে।

ঈদের সময় ট্রেনের ছাদে মানুষের ভিড় দেখে অভ্যস্ত বাংলাদেশের জনগণ। নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ছুটে চলে গ্রামে। কিন্তু ঈদ ছাড়াও বিশেষ কিছু ট্রেনে ভিড় দেখা যায় হরহামেশাই। র‍্যাডিসনের ব্যালকনি থেকে এমনই একটি ট্রেন চোখে পড়ল স্টিভেন স্মিথের।

একটি লোকাল ট্রেনের ছাদে মানুষ বোঝাই হয়ে গন্তব্যের দিকে যাচ্ছে। বিষয়টি এতটাই অবাক করল অজি দলনেতাকে, তিনি সেটা ভিডিও করতে ভুললেন না।

ভিডিও করে চলন্ত ট্রেনের সেই দৃশ্যটি আপলোড করলেন সোশাল সাইট ইনস্টাগ্রামে। এর মাঝে তিনি জুম করে বোঝার চেষ্টা করেছেন আসলে ঘটনাটা কী? ট্রেনের ছাদে এত মানুষ কেন? তার এই উপলব্ধি বোঝা গেল ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে। স্মিথ লিখেছেন, ‘যখন বগিতে স্থান সংকুলান না হয় তখন কী-ই বা করার থাকে..?’ হ্যাশট্যাগে ‘বাংলাদেশ’ আর ‘ওয়াচইয়োরহেড’ ব্যবহার করেছেন।

সেই পোস্টের কমেন্টবক্সে অনেকেই নানা মন্তব্য করেছেন। বাংলাদেশি কেউ লিখেছেন, ‘এটাই আমাদের বাংলাদেশ’। কেউ আবার লিখেছেন, ‘এমন দৃশ্য আপনি ভারতেও দেখতে পাবেন। ‘ সাইফ সাকিব নামে একজন লিখেছেন, ‘আমাদের দেশে জনসংখ্যা একটি বড় সমস্যা। কিন্তু যাই হোক, আমরা আমাদের দেশকে ভালোবাসি। ‘ সাদমান সাকিব লিখেছেন, ‘আপনি এর চেয়েও বেশি ভিড় দেখতে পারবেন ঈদের ছুটিতে। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

বাংলাদেশের যে দৃশ্য দেখে অবাক অজি অধিনায়ক!

আপডেট সময় ০৪:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। দলবল নিয়ে উঠেছেন রাজধানীর পাঁচ তারকা হোটেল র‍্যাডিসনে। মিরপুরে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এর আগে আছে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। তাই এই ক’টা দিন বাংলাদেশের সবচেয়ে বড় শহরে থাকা হচ্ছে অজি দলপতির। পরশু রাতে ঢাকায় পা রাখার পর একটি দৃশ্য দেখে বেশ অবাকই হয়েছেন স্মিথ। সেটা বোঝা গেল তার ইনস্টাগ্রাম পোস্টে।

ঈদের সময় ট্রেনের ছাদে মানুষের ভিড় দেখে অভ্যস্ত বাংলাদেশের জনগণ। নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ছুটে চলে গ্রামে। কিন্তু ঈদ ছাড়াও বিশেষ কিছু ট্রেনে ভিড় দেখা যায় হরহামেশাই। র‍্যাডিসনের ব্যালকনি থেকে এমনই একটি ট্রেন চোখে পড়ল স্টিভেন স্মিথের।

একটি লোকাল ট্রেনের ছাদে মানুষ বোঝাই হয়ে গন্তব্যের দিকে যাচ্ছে। বিষয়টি এতটাই অবাক করল অজি দলনেতাকে, তিনি সেটা ভিডিও করতে ভুললেন না।

ভিডিও করে চলন্ত ট্রেনের সেই দৃশ্যটি আপলোড করলেন সোশাল সাইট ইনস্টাগ্রামে। এর মাঝে তিনি জুম করে বোঝার চেষ্টা করেছেন আসলে ঘটনাটা কী? ট্রেনের ছাদে এত মানুষ কেন? তার এই উপলব্ধি বোঝা গেল ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে। স্মিথ লিখেছেন, ‘যখন বগিতে স্থান সংকুলান না হয় তখন কী-ই বা করার থাকে..?’ হ্যাশট্যাগে ‘বাংলাদেশ’ আর ‘ওয়াচইয়োরহেড’ ব্যবহার করেছেন।

সেই পোস্টের কমেন্টবক্সে অনেকেই নানা মন্তব্য করেছেন। বাংলাদেশি কেউ লিখেছেন, ‘এটাই আমাদের বাংলাদেশ’। কেউ আবার লিখেছেন, ‘এমন দৃশ্য আপনি ভারতেও দেখতে পাবেন। ‘ সাইফ সাকিব নামে একজন লিখেছেন, ‘আমাদের দেশে জনসংখ্যা একটি বড় সমস্যা। কিন্তু যাই হোক, আমরা আমাদের দেশকে ভালোবাসি। ‘ সাদমান সাকিব লিখেছেন, ‘আপনি এর চেয়েও বেশি ভিড় দেখতে পারবেন ঈদের ছুটিতে। ‘