আকাশ স্পোর্টস ডেস্ক:
কার মৃত্যু কীভাবে লেখা আছে কেউ জানে না।
নাইজেরিয়ান স্ট্রাইকার একুনদোয়ো এবেনেজার মায়োয়েকা কি জানতেন মাত্র ২৩ বছর বয়সেই তাকে চলে যেতে হবে পরপারে!
সুস্থ মায়োয়েকা খেলতে গেলেন। ৩৫ মিনিট পর্যন্ত খেললেনও।
হঠাৎ মাঠে পড়ে গেলেন।
হাসপাতালে নেয়ার পর ডাক্তার বললেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।
আকাশ নিউজ ডেস্ক 























