ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

ঘণ্টা বাজানো নিয়ে বেজায় চটেছেন গম্ভীর

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দেশের অষ্টম এবং বিশ্বের ১১৬তম ভেন্যু হিসেবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফুটেছে টেস্ট ‘ফুল’। জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ মাঠে গড়ায় বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলা। ঐতিহাসিক প্রথা মেনে ‘দ্য ফাইভ মিনিটস বেল’খ্যাত ঘণ্টা বাজিয়ে উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সাবেক অধিনায়ক আকরাম খান।

এবার সেই ঘণ্টা বাজানো নিয়েই খেপে গেলেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তবে আকরাম খানের নয়, ভারতীয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের ‘বেল’ বাজানো নিয়ে।

একই দিনে অর্থাৎ গেল রোববার ইডেন গার্ডেনসে গড়ায় ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। রীতি মেনে মোহাম্মদ আজহারউদ্দিন ঘণ্টা বাজালে শুরু হয় খেলা। তাতেই খ্যাপা গম্ভীর। অবশ্য ঘণ্টা বাজানো নিয়ে নয়, যিনি বাজিয়েছেন তাকে নিয়ে। কারণ, সাবেক ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে রয়েছে স্পট ফিক্সিং অভিযোগ।

সোশ্যাল মিডিয়া টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন গম্ভীর। ক্যাপশনে ভারতের সাবেক ওপেনার লিখেছেন, ইডেনে ভারত জিতেছে। এটি অবশ্যই ভালো ব্যাপার। তবে দুঃখের বিষয়, বিসিসিআই, সিওএ এবং সিএবি হেরে গেছে। এ তিন সংস্থার কাজ হচ্ছে ক্রিকেট থেকে দূর্নীতি নির্মূল করা। অথচ মাঠে খেলা গড়াতে ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছে। আমি খুব অবাক হয়েছি।

গম্ভীর লেখেন, হায়দরাবাদ ক্রিকেট সংস্থার নির্বাচনে আজহারকে দাঁড়ানোর অনুমতি দেয়া হয়েছে। এর ওপর ইডেনে তার ঘণ্টা বাজানোর ঘটনা স্তম্ভিত করেছে। আশা করি, ক্ষমতাসীনরা এ ঘণ্টার আওয়াজ শুনেছেন।

বেটিংয়ের দায়ে ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন আজহার। ২০১২ সালে নিষেধাজ্ঞামুক্ত হন তিনি। এর পর থেকে ফের ক্রিকেটাঙ্গনে তার ‘বিতর্কিত’ আনাগোনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

ঘণ্টা বাজানো নিয়ে বেজায় চটেছেন গম্ভীর

আপডেট সময় ০৪:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দেশের অষ্টম এবং বিশ্বের ১১৬তম ভেন্যু হিসেবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফুটেছে টেস্ট ‘ফুল’। জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ মাঠে গড়ায় বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলা। ঐতিহাসিক প্রথা মেনে ‘দ্য ফাইভ মিনিটস বেল’খ্যাত ঘণ্টা বাজিয়ে উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সাবেক অধিনায়ক আকরাম খান।

এবার সেই ঘণ্টা বাজানো নিয়েই খেপে গেলেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তবে আকরাম খানের নয়, ভারতীয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের ‘বেল’ বাজানো নিয়ে।

একই দিনে অর্থাৎ গেল রোববার ইডেন গার্ডেনসে গড়ায় ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। রীতি মেনে মোহাম্মদ আজহারউদ্দিন ঘণ্টা বাজালে শুরু হয় খেলা। তাতেই খ্যাপা গম্ভীর। অবশ্য ঘণ্টা বাজানো নিয়ে নয়, যিনি বাজিয়েছেন তাকে নিয়ে। কারণ, সাবেক ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে রয়েছে স্পট ফিক্সিং অভিযোগ।

সোশ্যাল মিডিয়া টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন গম্ভীর। ক্যাপশনে ভারতের সাবেক ওপেনার লিখেছেন, ইডেনে ভারত জিতেছে। এটি অবশ্যই ভালো ব্যাপার। তবে দুঃখের বিষয়, বিসিসিআই, সিওএ এবং সিএবি হেরে গেছে। এ তিন সংস্থার কাজ হচ্ছে ক্রিকেট থেকে দূর্নীতি নির্মূল করা। অথচ মাঠে খেলা গড়াতে ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছে। আমি খুব অবাক হয়েছি।

গম্ভীর লেখেন, হায়দরাবাদ ক্রিকেট সংস্থার নির্বাচনে আজহারকে দাঁড়ানোর অনুমতি দেয়া হয়েছে। এর ওপর ইডেনে তার ঘণ্টা বাজানোর ঘটনা স্তম্ভিত করেছে। আশা করি, ক্ষমতাসীনরা এ ঘণ্টার আওয়াজ শুনেছেন।

বেটিংয়ের দায়ে ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন আজহার। ২০১২ সালে নিষেধাজ্ঞামুক্ত হন তিনি। এর পর থেকে ফের ক্রিকেটাঙ্গনে তার ‘বিতর্কিত’ আনাগোনা।