আকাশ স্পোর্টস ডেস্ক:
নির্ধারিত সময়ের দেড় দিন আগে এবং ১৫১ রানের বিশাল ব্যবধানে সিলেট টেস্ট হেরেছে বাংলাদেশ। অথচ সিরিজ শুরুর আগে তথাকথিত সবদিক থেকে এগিয়ে ছিলেন স্বাগতিকরা। ‘চায়ের দেশে’ তাদের রঙিন অভিষেকই দেখছিলেন অনেকে। কিন্তু তা মানতে নারাজ জিম্বাবুয়ে কোচ লালচাঁদ রাজপুত। তার মতে, মানসিকভাবে পিছিয়ে ছিলেন টাইগাররা, হয়তো টেস্ট বলেই।
লালচাঁদ রাজপুত বলেন, সিলেট টেস্টে স্কিলের চেয়ে দুদলের মানসিকতা বেশি পার্থক্য গড়ে দিয়েছে। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান টিকে থাকার চেষ্টা করেনি। সেই মানসিকতা তাদের ছিল না। আমরা জানতাম ওরা শট খেলতে যাবে। সেটিকেই কাজে লাগিয়েছি। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিলাম। আমাদের এমন মানসিকতা সাফল্য পেতে সহায়তা করেছে।
তিনি বলেন, আপনি জয়ের দিকে তাকান, খেয়াল করুন, দেখবেন মানসিক দিক থেকে পিছিয়ে ছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছি- এককথায় তা দারুণ। আমরা এমন কিছুর জন্যই প্রস্তুত ছিলাম।
ভারতীয় এ কোচ বলেন, বাংলাদেশের মাটিতে তাদের হারানো অবশ্যই বড় ব্যাপার। বিশ্বের সেরা টেস্ট খেলুড়ে দলগুলো এখানে এসে সংগ্রাম করে। সেখানে দাপুটে জয় পেয়েছি। এটিই প্রমাণ করে আমরা মানসিকভাবে কতটা দৃঢ় ছিলাম। এ ধারা ধরে রাখতে চাই।
আকাশ নিউজ ডেস্ক 

























