আকাশ স্পোর্টস ডেস্ক:
ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে আইসিসির হল অব ফেমে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়। তার আগে বিষেন সিং বেদী, কপিল দেব, সুনীল গাভাস্কার ও অনিল কুম্বলে হল অব ফেমে জায়গা করে নেন।
বিশ্বের কিংবদন্তি ক্রিকেটারদের স্বীকৃতি দেয়ার জন্য ২০০৯ সালে হল অব ফেমের আয়োজন করে আইসিসি। হল অব ফেমের নতুন তালিকায় অন্তর্ভুক্ত হলেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এবং ইংল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার ক্লেয়ার টেলর। তিনি ইংল্যান্ডের প্রথম সারির ব্যাটসম্যান ও প্রথম ক্রিকেটার হিসেবে উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের মর্যাদা পেয়েছিলেন।
গত জুলাই মাসে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আইসিসির বৈঠকে রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং এবং ক্লায়ার টেলরকে হল অবে ফেমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। ভারতের হয়ে ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ১৬৪টি টেস্ট, ৩৪৪টি ওয়ানডে ম্যাচ খেলে ২৪ হাজার ১৭৭ রান করেন রাহুল দ্রাবিড়।
আইসিসির হল অব ফেমের সম্মাননা অনুষ্ঠানে রাহুল দ্রাবিড় বলেন, আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হতে পেরে আমি সম্মানিত এবং গর্বিত। প্রজন্মের সেরাদের তালিকায় নিজের নাম দেখেতে পেরে অনেক ভালো অনুভব হচ্ছে। আমার ক্যারিয়ারের সেরা প্রাপ্তিগুলোর মধ্যে অন্যতম এটি। আমি আমার সমসাময়িক ক্রিকেটার, কোচ এবং কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ।
আকাশ নিউজ ডেস্ক 

























