আকাশ বিনোদন ডেস্ক:
অভিনয় নিয়েই সময় কাটে নাজিয়া হক অর্ষার। এ অভিনয়ের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয় তাকে।
ভালো-মন্দ সব জায়গাতেই রয়েছে বিচরণ। তবে এবার বেশ আয়োজন করেই ভদ্রপাড়ায় উপস্থিত হয়েছেন তিনি।
অবশ্য এ ‘ভদ্রপাড়া’ একটি ধারাবাহিক নাটকের নাম। নির্মাণ করছেন সকাল আহমেদ। এ নাটকে প্রধান চরিত্রে সম্প্রতি অভিনয় শুরু করেছেন অর্ষা।
ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘সকাল আহমেদ আমার খুবই পছন্দের একজন নাট্যনির্মাতা। তার নির্দেশনায় স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করা যায়। সবচেয়ে বড় কথা গল্পের কোথাও কনফিউশন মনে হলে তা সকাল ভাইয়ের সঙ্গে শেয়ার করে গল্প কারেকশন করে কাজ করা যায়।
ভদ্রপাড়া ধারাবাহিকের গল্প গ্রামের দুই চোরকে কেন্দ্র করে। বৃন্দাবন দাদার লেখা গল্প সবসময়ই অসাধারণ। সবমিলিয়ে ভদ্রপাড়া আশা করছি দর্শকের কাছে উপভোগ্য একটি নাটক হবে।’
আকাশ নিউজ ডেস্ক 

























