আকাশ বিনোদন ডেস্ক:
এ সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নিয়মিত নাটকে অভিনয় করে জনপ্রিয়তা কুড়িয়েছেন।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি রোমান্টিক নাটকের শুটিং শেষ করেছেন। নাটকের নাম ‘টু মাচ লাভ’। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। নাটকটি মূলত এক যুগল প্রেমিক-প্রেমিকার প্রেমের খুনসুটি নিয়ে নির্মিত।
এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নাটকটির গল্প বেশ চমৎকার। অভিনয় করতে গিয়ে উপভোগ করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ এতে আরও অভিনয় করেছেন, মেহজাবিন, মুশফিক, ফারহান প্রমুখ।
নাটকটি শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে বলে নির্মাতা জানিয়েছেন। এ নাটক ছাড়াও অপূর্ব গেল মাসে আরও কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেছেন। এগুলো শিগিররই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























