অাকাশ জাতীয় ডেস্ক:
লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। তার ওপর গুরুত্বপূর্ণ চিকিৎসাপদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। এর ফলাফল আসতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।
মেয়র আনিসুল হকের ব্যক্তিগত সচিব আবরাউল ইসলামের সাথে কথা বলে ও মেয়রের ছেলে নাভিদুল হকের দেয়া ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।
নাভিদুল হক উল্লেখ করেছেন, ‘বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও, তিনি নাজুক পরিস্থিতিতে রয়েছেন। তবে তার চিকিৎসা চলছে এবং ইতোমধ্যে এই রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি তার উপর প্রয়োগ করা হয়েছে। এটা সময়ের ব্যাপার এবং এর প্রভাব জানতে হলে অন্তত সপ্তাহখানেকের মতো অপেক্ষা করতে হবে। আমি সবাইকে তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাবো। আপনারা বাবার জন্য প্রার্থনা করুন, যাতে তিনি আবারো আপনাদের মাঝে ফিরে আসতে পারেন এবং শহর গড়ার যুদ্ধ চালিয়ে যেতে পারেন।’
ঢাকা থেকে আনিসুল হকের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন তার একান্ত সচিব আবরাউল ইসলাম ও সহকারী একান্ত সচিব মিজানুর রহমান। আবরাউল ইসলাম শনিবার সন্ধ্যায় বলেন, শনিবার বিকেল পর্যন্ত চিকিৎসক নতুন কোনো মন্তব্য করেননি। তিনি আইসিইউতে আগের মতোই আছেন।
উল্লেখ্য, মস্তিষ্কে সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে গত নয়দিন ধরে চিকিৎসাধীন আছেন মেয়র আনিসুল হক।
আকাশ নিউজ ডেস্ক 























