অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও যশোর-৫ (মনিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা খান টিপু সুলতান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ৯:২০ মিনিটে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির।
টিপু সুলতান ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।
এর আগে, প্রচণ্ড জ্বরের কারণে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে টিপুকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৪ আগস্ট) যশোরস্থ নিজ বাসভবনে জ্বরে আক্রান্ত হন টিপু সুলতান। ঘরের ডাইনিং রুমে অসতর্কবশত পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পারিবারিক চিকিৎসক ডা. কামরুজ্জামানের পরামর্শে মঙ্গলবার পরিবারের সদস্যরা তাকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করেন। ওইদিন পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে রক্তক্ষণ ধরা পড়ে এবং সেখানেই দ্রুত অস্ত্রোপচার করা হয়। তখন থেকেই পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি ছিলেন তিনি।
উল্লেখ্য, খান টিপু সুলতান যশোর-৫ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া যশোর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















