আকাশ স্পোর্টস ডেস্ক:
মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। তবে একেবারে শূন্য হাতে ফিরতে হচ্ছে না মৌসুমী, মারিয়াদের। গ্রুপের শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ। রোববার তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত ডি-গ্রুপের শেষ ম্যাচে তারা ৫-১ গোলে হারায় স্বাগতিকদের।
টানা দুই হারে আগেই ছিটকে যাওয়া বাংলাদেশ শেষ ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল। তাজিকিস্তানের বিপক্ষে ৭ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ৪২ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় গোলাম রব্বানী ছোটনের দল।
প্রথমার্ধের শেষ দিকে এক গোল শোধ করে ম্যাচে ফেরে তাজিকিস্তান। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে দক্ষিণ কোরিয়ার কাছে হারা বাংলাদেশ পরের ম্যাচে চাইনিজ তাইপের কাছে ২-০ গোলে হেরে বাছাই থেকে ছিটকে যায়।
আকাশ নিউজ ডেস্ক 

























