আকাশ স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বেশ পুরনো। ২০১০ সাল থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক ব্যাচের বিভিন্ন ফিক্সিং নিয়ে বিশেষ প্রতিবেদন ও ডকুমেন্টারি প্রকাশ করেছে প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।
মুম্বাইয়ের কুখ্যাত ম্যাচ ফিক্সার অনিল মুনাওয়ারের বিরুদ্ধে ১৫টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ২৬ বার স্পট ফিক্সিংয়ের তথ্যপ্রমাণ তুলে ধরার পরেও আইসিসি কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করা হয়েছে।
গত ২১ অক্টোবর আল-জাজিরা তিনটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে মুম্বাইয়ের কুখ্যাত ‘ম্যাচ ফিক্সার’ অনিল মুনাওয়ারের নাম ও তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে, বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে তার মিটিংয়ের ছবি, অডিও এবং ভিডিও প্রকাশ করা হয়।
‘ক্রিকেটস ম্যাচ ফিক্সারস: দ্য মুনাওয়ার ফাইলস’ নামে প্রকাশিত ডকুমেন্টারিতে ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মাকেও দেখা গেছে।
তবে অনিলের সঙ্গে একই ফ্রেমে থাকলেও ভারতীয় তারকাদের এই ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি উল্লেখ করেছে আল-জাজিরা।
কিন্তু ইতিমধ্যে সামাজিকমাধ্যম এই ছবি ঘিরে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























