আকাশ স্পোর্টস ডেস্ক:
ডেভিড ওয়ার্নারের ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কারোই প্রশ্ন থাকার কথা নয়। তবে সাম্প্রতিক সময়ে ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িয়ে বিতর্কিত হন এই অস্ট্রেলিয়ান ওপেনার। ম্যাচ ফিক্সিংয়ের কারণে তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ। বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন ওয়ার্নার। জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলার কথা রয়েছে অজি এই ওপেনারের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট ২৮ অক্টোবর। তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো চমক দেখাচ্ছে। নতুন চমক হলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। সিলেট সিক্সার্সের পক্ষ থেকে এমনটাই জানানো হয়। এবারের আসরে ওয়ার্নার তাদের হয়ে খেলবেন।
অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার বর্তমানে জাতীয় দলে নিষিদ্ধ থাকলেও ঘরোয়া লিগে রান করেই যাচ্ছেন। তাকে দলে ভেড়াতে পেরে উচ্ছ্বসিত সিলেট একটি ভিডিওসহ পোস্ট দেয়।
ওয়ার্নারের বিভিন্ন সময়ের ভিডিও ক্লিপ যুক্ত পোস্টে লেখা হয়, ‘তিনি একজন নেতা। একজন বিধ্বংসী ক্রিকেটার। একজন মহাতারকা। সিলেট সিক্সার্সে কে আসতে যাচ্ছে নতুন মৌসুমে ধারণা করতে পারেন? সারা পৃথিবী কাঁপিয়ে এবার সিলেট সিক্সার্সে আসছেন অসাধারণ একজন ক্রিকেটার। যার চার-ছক্কার ফুলঝুরি যেমন কোটি ক্রিকেট ভক্তের মনে গেঁথে আছে, তেমনি তার নেতৃত্বগুণ লাখো ক্রিকেটারের স্বপ্ন। কে এই ক্রিকেটার, যিনি আসছেন কাঁপাতে এবারের বিপিএল সিজন ৬, সিলেট সিক্সার্সের পক্ষে খেলতে?’
এরই মধ্যে জাতীয় দলের ওপেনার লিটন দাসকে নিজেদের আইকন ক্রিকেটার হিসেবে নিশ্চিত করেছে সিলেট। এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলসকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে রংপুর রাইডার্স। তাদের দলে আগে থেকেই আছেন ক্রিস গেইলের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞ।
আকাশ নিউজ ডেস্ক 

























