অাকাশ জাতীয় ডেস্ক:
বরিশাল জেলার রাজনৈতিক অঙ্গনে এক তরুণ উদীয়মান নেতা ফাইয়াজুল হক রাজু। শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র এবং প্রয়াত সাবেক মন্ত্রী একে ফায়জুল হকের বড় ছেলে ফাইয়াজুল হক রাজু একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর-বানাড়ীপাড়া) নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে। রাজুর বাবা চারবার এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বলে এখানে তার গ্রহণযোগ্যতাও বেশি।
আসন্ন নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চান রাজু। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আসনটি ধরে রাখতে মহাজোট থেকে তাকেই দলীয় মনোনয়ন দেয়া হবে বলে তিনি আশাবাদী। সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি দাদা ও পিতার মতোই সততা ও যোগ্যতা দিয়ে এলাকাবাসীর সেবা করতে চান বলেও উল্লেখ করেন।
ফাইয়াজুল হক রাজু আওয়ামী লীগের সর্বশেষ কমিটির সহ-সম্পাদক ছিলেন। ঢাকায় কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন এলাকায়। ১/১১ সরকারের শাসনামলে দলের জন্য নিবেদিতপ্রাণ যেসব নেতারা দিন-রাত রাজপথে থেকেছেন ফাইজুল হক রাজু তাদের মধ্যে অন্যতম।
বরিশাল-২ আসনটি বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত। বর্তমানে এ আসনের সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনূস অন্য এলাকার বাসিন্দা। তিনি বরিশাল-১ আসনের বাসিন্দা হলেও ওই আসনে বর্তমান সংসদ সদস্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগিনা আবুল হাসনাত আব্দুল্লাহ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তালুকদার মো. ইউনূস।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তার আসন পরিবর্তন করে বরিশাল-২ আসনে প্রার্থী করা হয়। বিএনপির বর্জনের মুখে অনেকটা একদলীয় নির্বাচনে তালুকদার মো. ইউনূস সংসদ সদস্য নির্বাচিত হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের চিত্র উল্টো হতে পারে। আর এ কারণেই এই আসনে উত্তারাধিকারের রাজনীতিতে ফাইয়াজুল হক রাজুই হতে পারে একমাত্র ভরসা। দাদা ও বাবার ইমেজকে কাজে লাগিয়ে তিনিই হতে পারেন যোগ্য প্রার্থী।
শেরে বাংলা একে ফজলুল হকের নাতি ফাইয়াজুল হক রাজু। ছবি: সংগৃহীত
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউসূসকে বরিশাল সদর আসনের প্রার্থী করার সম্ভাবনা রয়েছে। তিনি বর্তমানে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বরিশালে আওয়ামী লীগের নেতৃত্ব শূন্যতার মাঝে নিরহঙ্কারী, সদালাপী ও সৎ রাজনীতিবিদ তালুকদার ইউনূসের রাজনৈতিক মহলে অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে। জাতীয় নির্বাচনে তিনি ভালো করবেন বলে মনে করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে ফাইয়াজুল হক রাজু বলেন, আমার ধমনীতে যার রক্ত বহমান, যে তার সারাজীবন দেশের জন্য, দেশের মানুষের জন্য, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য চিন্তা করতেন, কাজ করতেন আমিও সেই আদর্শে অনুপ্রণিত হয়ে রাজনীতির মাঠে পদার্পণ করেছি।
তিনি আরও বলেন, অবহেলিত বরিশালকে শেখ হাসিনা যেভাবে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন সেই কাজে আমিও শ্রমিকের ভূমিকায় থাকতে চাই। আমি মনে করি তরুণ নেতৃত্ব এই দেশের সকল উন্নয়নের কাজে ভূমিকা রাখতে পারে।
আকাশ নিউজ ডেস্ক 
























