অাকাশ জাতীয় ডেস্ক:
চার ঘণ্টা পর দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন মেরামতের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের পাঁচকবর এলাকায় রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পর থেকে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জানা যায়, যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনের অদূরে পাঁচকবর নামক এলাকায় রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনটির ইঞ্জিনের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ফলে সকাল সাড়ে ৭টা থেকে দক্ষিণাঞ্চলের সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নওয়াপাড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. মহসীন রেজা জানান, ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনে ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় দীর্ঘ ৪ ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























