অাকাশ জাতীয় ডেস্ক:
ফরিদপুরের মধুখালী উপজেলায় মাছের ট্রাক থেকে ৭০৬ বোতল ফেন্সিডিলস জব্দ করেছে র্যাব। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।
রোববার ভোর সাড়ে ৫ টার দিকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত মাছ বোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার জলকারইতা গ্রামের মো. লুৎফর রহমানের পুত্র মো. বিল্লাল হোসেন (৩৯) ও একই এলাকার সোবহান হোসেনের পুত্র মো. সোহরাব হোসেন (২১)।
র্যাব জানায়, একটি মাছের ট্রাকের মাধ্যমে বিশেষ কৌশলে পরিবহন করা হচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র্যাব। পরে র্যাব-৮ বরিশালের ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এবং ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মো. রইছ উদ্দিনের যৌথ নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় বিল্লাল ও সোহরাবকে ৭০৬ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, বিল্লাল হোসেন এবং সোহরাব হোসেন পেশাদার ফেন্সিডিল ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর ও সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে ফেন্সিডিল সংগ্রহ করে আসছে। এসব ফেন্সিডিল ফরিদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।
গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত ফেন্সিডিলসহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















