ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

মুমিনুলের বাদ পড়াকে দুর্ভাগ্য বলছেন নির্বাচকরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপের আগে আয়ারল্যান্ড সফরে এ দলের হয়ে ১৩৩ বলে ১৮২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন মুমিনুল হক সৌরভ। ডাবলিনে দুর্দান্ত খেলার পরও এশিয়া কাপে দুই ম্যাচ সুযোগ পেয়ে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি।

যে কারণে আগামী ২০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়ে যান মুমিনুল। হোম সিরিজে তার বাদ পড়া নিয়ে জাতীয় দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘মুমিনুলের বাদ পড়া একটু দুর্ভাগ্য বলব। তার জন্য আমার সহানুভূতি আছে। আমি মনে করি তার ওয়ানডে ক্যারিয়ার কখনোই শেষ হয়নি। ওয়ানডেতে তার দেয়ার অনেক কিছুই আছে।

জাতীয় দলের সাবেক কোচ হাথুরুসিংহে মুমিনুলকে টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান বানিয়ে ফেলেন। তার সময়ে সীমিত ওভারের ক্রিকেটে জায়গা হয়নি মুমিনুলের।

কোচ পরিবর্তনের পর অনেকেই মনে করেছেন সীমিত ওভারে মুমিনুলের ভাগ্য ফিরবে। কিন্তু সেটা বাস্তবে দেখা যাচ্ছে না। নির্বাচকরাও মানছেন সীমিত ওভারের ক্রিকেট খেলার সামর্থ্য আছে মুমিনুলের। তাহলে কেন তিনি বাদ পড়ছেন।

এ ব্যাপারে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুর বাশার সুমন বলেন, ‘সামনে আমাদের অনেক সিরিজ আছে। জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজ, এরপর নিউজিল্যান্ড সিরিজ, তারপর বিশ্বকাপ আছে। আমাদেরকে সেরা কম্বিনেশন ও অভিজ্ঞতার বিচারে দল সাজাতে হয়েছে। মুমিনুল এশিয়া কাপে যেই দুটি ম্যাচ খেলল, আমি বলব দুটি ইনিংস একজন ব্যাটসম্যানের জন্য যথেষ্ট না।’

জিম্বাবুয়ে সিরিজ থেকে মোসাদ্দেক হোসেন সৈকতের বাদ পড়া নিয়ে জাতীয় দলের এ নির্বাচক বলেন, সাম্প্রতিক সময়ে মোসাদ্দেক ফর্মে নেই। তার ফর্ম নিয়ে আমরা খুব একটা সন্তুষ্ট নই। সে কার্যকরী ব্যাটিং করতে পারছে না। তাকে ব্রেক দেয়া হয়েছে। আশা করি সে ঘরোয়া ক্রিকেটে রানে ফিরবে।

সৌম্য সরকারের পরিবর্তে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে দলে নেয়া প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, দেখুন ৭ নম্বরে আমরা একজন বোলিং অলরাউন্ডারের খোঁজে ছিলাম। তারা দুজনেই মূলত ব্যাটিং অলরাউন্ডার। তাদের কাছ থেকে আমরা প্রথমে ব্যাটিং পরে বোলিং আশা করি। ৭ নম্বরে আমাদের আসলে একজন বোলিং অলরাউন্ডার দরকার, যে মূলত বোলিং করে থাকেন, সঙ্গে ব্যাটিংটাও করতে পারবেন। এই জন্য আমরা সাইফউদ্দিনকে এই সিরিজে নিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

মুমিনুলের বাদ পড়াকে দুর্ভাগ্য বলছেন নির্বাচকরা

আপডেট সময় ০৯:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপের আগে আয়ারল্যান্ড সফরে এ দলের হয়ে ১৩৩ বলে ১৮২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন মুমিনুল হক সৌরভ। ডাবলিনে দুর্দান্ত খেলার পরও এশিয়া কাপে দুই ম্যাচ সুযোগ পেয়ে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি।

যে কারণে আগামী ২০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়ে যান মুমিনুল। হোম সিরিজে তার বাদ পড়া নিয়ে জাতীয় দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘মুমিনুলের বাদ পড়া একটু দুর্ভাগ্য বলব। তার জন্য আমার সহানুভূতি আছে। আমি মনে করি তার ওয়ানডে ক্যারিয়ার কখনোই শেষ হয়নি। ওয়ানডেতে তার দেয়ার অনেক কিছুই আছে।

জাতীয় দলের সাবেক কোচ হাথুরুসিংহে মুমিনুলকে টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান বানিয়ে ফেলেন। তার সময়ে সীমিত ওভারের ক্রিকেটে জায়গা হয়নি মুমিনুলের।

কোচ পরিবর্তনের পর অনেকেই মনে করেছেন সীমিত ওভারে মুমিনুলের ভাগ্য ফিরবে। কিন্তু সেটা বাস্তবে দেখা যাচ্ছে না। নির্বাচকরাও মানছেন সীমিত ওভারের ক্রিকেট খেলার সামর্থ্য আছে মুমিনুলের। তাহলে কেন তিনি বাদ পড়ছেন।

এ ব্যাপারে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুর বাশার সুমন বলেন, ‘সামনে আমাদের অনেক সিরিজ আছে। জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজ, এরপর নিউজিল্যান্ড সিরিজ, তারপর বিশ্বকাপ আছে। আমাদেরকে সেরা কম্বিনেশন ও অভিজ্ঞতার বিচারে দল সাজাতে হয়েছে। মুমিনুল এশিয়া কাপে যেই দুটি ম্যাচ খেলল, আমি বলব দুটি ইনিংস একজন ব্যাটসম্যানের জন্য যথেষ্ট না।’

জিম্বাবুয়ে সিরিজ থেকে মোসাদ্দেক হোসেন সৈকতের বাদ পড়া নিয়ে জাতীয় দলের এ নির্বাচক বলেন, সাম্প্রতিক সময়ে মোসাদ্দেক ফর্মে নেই। তার ফর্ম নিয়ে আমরা খুব একটা সন্তুষ্ট নই। সে কার্যকরী ব্যাটিং করতে পারছে না। তাকে ব্রেক দেয়া হয়েছে। আশা করি সে ঘরোয়া ক্রিকেটে রানে ফিরবে।

সৌম্য সরকারের পরিবর্তে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে দলে নেয়া প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, দেখুন ৭ নম্বরে আমরা একজন বোলিং অলরাউন্ডারের খোঁজে ছিলাম। তারা দুজনেই মূলত ব্যাটিং অলরাউন্ডার। তাদের কাছ থেকে আমরা প্রথমে ব্যাটিং পরে বোলিং আশা করি। ৭ নম্বরে আমাদের আসলে একজন বোলিং অলরাউন্ডার দরকার, যে মূলত বোলিং করে থাকেন, সঙ্গে ব্যাটিংটাও করতে পারবেন। এই জন্য আমরা সাইফউদ্দিনকে এই সিরিজে নিয়েছি।