অাকাশ বিনোদন ডেস্ক:
ঢাকাই ছবির রোম্যান্টিক হিরো খ্যাত নিরব দেশের সীমানা ছাড়িয়ে অভিনয় করেছেন বলিউডের ‘শয়তান’ নামে একটি ছবিতে।
চলতি বছরের প্রথম দিকে এই ছবির ট্রেলারও প্রকাশ হয়েছিল। এসবই সবার জানা। তবে নতুন খবর হলো, সম্প্রতি ছবিটি মুক্তির সেন্সর ছাড়পত্র পেয়েছে। আসছে ১১ নভেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
শয়তান’ ছবিটি মুক্তির আগে সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘ম্যায় জ্যায়সা আঁচল উড়া’ শিরোনামের একটি গান। চেন্নাইয়ের বিভিন্ন লোকেশনে এই গানের শুটিং হয়। নিবরের সঙ্গে গানটিতে দেখা গেছে কবিতা রাঁধেশ্যামকে।
সত্য ঘটনার উপর নির্মিত ভৌতিক ধাঁচের ‘শয়তান’ ছবিটিতে নিরবকে দেখা যাবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) কর্মকর্তার চরিত্রে। ছবিটিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের কবিতা রাধে শ্যাম ও পাকিস্তানি শিল্পী মিরা।
ছবিটিতে থাকছে ৫টি গান। এগুলো গেয়েছেন শেরইয়ার তিওয়ানা, সাদাফ জিয়া, মেহেক আলী প্রমুখ। গানগুলো হলো— ‘ইশক সারফিরা’, ‘হাওয়া মে জ্যায়সে’, ‘দাম মাস্ত কালান্দার’ ও ‘বাব-ই-রহমাত’। সংগীত পরিচালনা করেছেন জে আলী, ইয়ার রিয়াজ ও শেরইয়ার তিওয়ানা।
ফয়সাল সাইফ পরিচালিত ছবিটি ১১ অক্টোবর ভারতে মুক্তি পেলেও বাংলাদেশে কবে মুক্তি পাবে তা ঠিক হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 






















