ফরিদপুরে ২০০ মিটার কারেন্ট জাল ধ্বংস

0
108

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরে মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২০০ মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৮’ চলাকালীন জেলার সদর উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান খান। এ সময় তিনি ২০০ মিটার কারেণ্ট জাল উদ্ধার ও ধ্বংস করেন।

সোমবার সিনিয়র কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম কামরুন্নাহার শহরের চর হাজীগঞ্জ বাজার, সিএন্ডবি ঘাট বাজার ও টেপাখোলা বাজারে অভিযান পরিচালনা করেন।

মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণের ওপর কঠোর দৃষ্টি রাখছে ফরিদপুর জেলা প্রশাসন।

“মা ইলিশ সংরক্ষন অভিযান ২০১৮” সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার জন্য সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। আমাদের ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।