অাকাশ জাতীয় ডেস্ক:
খুলনার বটিয়াঘাটার গুপ্তমারী বালুর মাঠের রাস্তার পাশে গত ২৯ সেপ্টেম্বর সকালে মস্তকবিহীন বস্তাবন্দি উদ্ধার লাশের পরিচয় পাওয়া গেছে।
লাশ উদ্ধারের ১০ দিন পর সোমবার পুলিশ তার পরিচয় পেয়েছে। তিনি রূপসা উপজেলার রামনগর গ্রামের শেখ আবুল বাশারের পুত্র আব্দুল মোক্তাদির (৪২)। পেশায় তিনি ছিলেন মৎস্য ঘের ব্যবসায়ী। তবে এখনো পর্যন্ত এ হত্যার কোন রহস্য এবং নিহতের মস্তক উদ্ধার হয়নি।
বটিয়াঘাটা থানার ওসি মাহবুবুর রহমান জানান, মোক্তাদির গত ২৮ সেপ্টেম্বর বিকালে তার মৎস্য ঘেরের খাবার কিনতে বাজারে বের হয়। ব্যক্তিগত জীবনে অবিবাহিত মোক্তাদির মাছের খাবার কিনতে গিয়ে ওই রাতে আর বাড়িতে ফেরেনি। পরদিন শনিবার এলাকাবাসীর সহায়তায় পুলিশ তার মস্তকবিহীন লাশটি উদ্ধার করে। এরপর তার হাতের আঙ্গুলের ছাপ নিয়ে নির্বাচন কমিশনে প্রেরণ করা হয়। নির্বাচন কমিশন মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় জেনে পুলিশকে অবগত করে।
আকাশ নিউজ ডেস্ক 

























