অাকাশ জাতীয় ডেস্ক:
দেশে প্রতিবছরই হজযাত্রীর সংখ্যা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে নারী হজযাত্রীর সংখ্যাও। গত বছর (২০১৬) সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজ পালনের শতকরা ২৪ ভাগ ছিলেন নারী। চলতি বছর এ সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৫ ভাগে অর্থাৎ মোট নারী হজযাত্রীর সংখ্যা প্রায় ৪৫ হাজার।
জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর মধ্যে নারীর সংখ্যা প্রায় ৪৫ হাজার। নারী হজযাত্রীদের সংখ্যা বৃদ্ধির এ বিষয়কে সামগ্রিকভাবে আর্থিক স্বচ্ছলতা ও সচেতনতা বৃদ্ধির সূচক হিসেবে গণ্য করছেন ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।
তারা বলছেন, এক সময় ভেবে নেয়া হত শুধুমাত্র ৬০ বছর কিংবা তদুর্ধ্ব বয়স্করাই হজে যেতেন। কিন্তু চলতি বছরের হজযাত্রীদের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের হজযাত্রীদের ৫০ ভাগের বয়স ৪০ হতে ৬০ বছরের মধ্যে। মোট হজযাত্রীদের মধ্যে শতকরা ৩৮ ভাগ হজযাত্রী ব্যবসায়ী এবং সর্বোচ্চ ৩১ ভাগ হজযাত্রী গৃহবধূ রয়েছেন।
এ ছাড়া বিভাগ অনুযায়ী নিবন্ধনের পর্যালোচনায় শীর্ষ ৩ বিভাগের মধ্যে ঢাকা শতকরা ৩৪ ভাগ, চট্টগ্রামে ২৪ ভাগ ও রাজশাহীতে ১৩ ভাগ হজযাত্রী রয়েছেন।
ধর্ম মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে জানা গেছে, গত বছর (২০১৬) বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১৮ লাখ ৬২ হাজার ৯০৯ জন হজ করেছেন। তন্মধ্যে স্থানীয় সৌদি নাগরিক ও প্রবাসী নাগরিকসহ ৫ লাখ ৩৭ হাজার ৫৩৭ জন ও বিশ্বের অন্যান্য দেশ থেকে ১৩ লাখ ২৫ হাজার ৩৭২ জন হজ পালন করেন। মোট হাজিদের মধ্যে শতকরা ৫৫ ভাগ পুরুষ এবং ৪৫ ভাগ নারী ছিলেন।
এ ছাড়া ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ ২ লাখ ২১ হাজার, ভারত থেকে ১ লাখ ৭০ হাজার, পাকিস্তান থেকে ১ লাখ ৭৯ হাজার এবং বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৯৮ জন হজে পালন করেন। এসব হজযাত্রীদের মধ্যে ৯৪ ভাগ উড়োজাহাজে এবং মাত্র ১ ভাগ সমুদ্রপথে সৌদি আরবে যান।
আকাশ নিউজ ডেস্ক 























